AB Bank
  • ঢাকা
  • বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চ্যাম্পিয়নস ট্রফির প্রাইজমানি ঘোষণা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:২৩ পিএম, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

চ্যাম্পিয়নস ট্রফির প্রাইজমানি ঘোষণা

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজমানি ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।এবারের আসরের মোট প্রাইজমানি ৬.৯ মিলিয়ন ডলার। যা ২০১৭ সালের সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজমানির চেয়ে ৫৩ শতাংশ বেশি। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ২ দশমিক ২৪ মিলিয়ন ডলার। যা টাকার হিসাবে ২৭ কোটি ৬ লাখের বেশি।

প্রাইজমানি হিসেবে রানার্স-আপ দল পাবে ১ দশমিক ১২ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ কোটি ৫৩ লাখ টাকার মত।

টুর্নামেন্টের দুই সেমিফাইনালিস্ট পাবে ৫ লাখ ৬০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৬ কোটির টাকার বেশি।

এ ছাড়া গ্রুপ পর্বের প্রতি ম্যাচের জন্য জয়ী দল পাবে ৩৪ হাজার ডলার করে।

পঞ্চম ও ষষ্ঠ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করা দল পাবে সাড়ে ৩ লাখ ডলার করে।

টুর্নামেন্টে সপ্তম ও অষ্টমস্থানে থেকে শেষ করা দুই দল পাবে ১ লাখ ৪০ হাজার ডলার করে।

এছাড়াও টুর্নামেন্টে অংশ গ্রহণ করা  প্রতিটি দল  পাবে ১ লাখ ২৫ হাজার ডলার করে।

তাই কোন ম্যাচ না জিতেও আট দলের টুর্নামেন্টে অষ্টমও হয় তারপরও ৩ কোটি টাকার বেশি পাবে বাংলাদেশ।

দীর্ঘ ২৯ বছর পর পাকিস্তানের মাটিতে হতে যাচ্ছে আইসিসি কোন টুর্নামেন্ট। ১৯৯৬ সালে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের পর এই প্রথম আইসিসি টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান।

১৯ ফেব্রুয়ারি থেকে হাইব্রিড মডেলে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে আছে- বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপের চার দল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলবে।

সেমিফাইনালের বিজয়ী দু’দল ৯ মার্চ ফাইনাল খেলবে। ভারত ফাইনালে উঠলে শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে দুবাইয়ে। ভারত ফাইনালে না উঠলে ম্যাচটি হবে পাকিস্তানের লাহোরে।


একুশে সংবাদ/ এস কে

 

 

 


 

 

 

Link copied!