AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রোহিতের সেঞ্চুরি ভারতের জন্য আশীর্বাদ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:৩০ পিএম, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রোহিতের সেঞ্চুরি ভারতের জন্য আশীর্বাদ

বেশ কিছুদিন ব্যাটে রান ছিল না রোহিত শর্মার। ক্যাপ্টেন ফর্মে না থাকলে প্রভাব পড়ে তার নেতৃতেও। আত্মবিশ্বাসের অভাব টের পাওয়া যায় তার শরীরী ভাষায়। আসলে নিজের পারফর্ম্যান্স দিয়ে সতীর্থদের উদ্দীপ্তি করার ক্ষেত্রে অন্তরায় রয়ে দাঁড়ায় অফ-ফর্ম। 

রোহিত শর্মাকে নিয়ে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় ছিলেন ভারতীয় সমর্থকরা। তবে কটকে ইংল্য়ান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে বিধ্বংসী শতরান করে রোহিত অনুরাগীদের দুশ্চিন্তা দূর করেন। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ক্যাপ্টেন চেনা ছন্দে ফেরায় নিশ্চিন্ত রোহিতের সতীর্থরাও। রবীন্দ্র জাদেজার কথাতেই টের পাওয়া যায় বিষয়টি।

কটকের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করার পরে রবীন্দ্র জাদেজা বলেন, ‘ও (রোহিত) অত্যন্ত বড় প্লেয়ার। ও জানে কীভাবে ইনিংস গড়ে তুলতে হয়। ওর ফর্মে ফেরা কেবল একটা ইনিংসের বিষয় ছিল। আপনারা তো দেখলেনই। ওর ইনিংস দেখে বোঝাই যায়নি যে গত ম্যাচগুলিতে রান পায়নি। অত্যন্ত সাবলীল ও আত্মবিশ্বাসী ইনিংস খেলল। সুতরাং, কখনও কখনও দু-একটা ইনিংসেই ছবি বদলে যায়।’

জাদেজা পরক্ষণেই বলেন, ‘সব থেকে ভালো বিষয় হল, চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে এমন ইনিংস খেলল ও (রোহিত)। ১০০ রানের ইনিংস খেলা মুখের কথা নয়। সুতরাং, এটা দলের জন্যও খুবই ইতিবাচক বিষয়। ও নিজের খেলা বোঝে। এই নিয়ে ভাবনা চিন্তা বা আলোচনা করা অমূলক। এমন বড় টুর্নামেন্টের আগে কেউ সেঞ্চুরি করলে, সেটা সেই খেলোয়াড় এবং তাঁর দলের জন্য ভালো। যদি টপ-অর্ডার ব্যাটাররা রান করে দেয়, তবে লোয়ার অর্ডার ব্যাটারদের জন্য কাজ সহজ হয়ে দাঁড়ায়।’

কটকে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে মাত্র ৩০ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন রোহিত শর্মা। তিনি শতরানের গণ্ডি টপকান মোটে ৭৬ বলে। সাহায্য নেন ৯টি চার ও ৭টি ছক্কার। শেষমেশ ১২টি চার ও ৭টি ছক্কার সাহায্য়ে ৯০ বলে ১১৯ রান করে সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক।

কটকে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। তারা ৪৯.৫ ওভারে ৩০৪ রানে অল-আউট হয়ে যায়। পালটা ব্যাট করতে নেমে ভারত ৪৪.৩ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৩০৮ রান তুলে ম্যাচ জিতে যায়। দাপুটে শতরানের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন রোহিত শর্মা।

 

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!