AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়কদের অনুষ্ঠান হচ্ছে না


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:৫০ পিএম, ৩১ জানুয়ারি, ২০২৫
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়কদের অনুষ্ঠান হচ্ছে না

চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে অধিনায়কদের নিয়ে আনুষ্ঠানিক যে ফটোসেশন হওয়ার কথা ছিল সেখানে যেতে রাজি হননি ভারত অধিনায়ক রোহিত শর্মা। অবশেষে এই অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এছাড়া এই টুর্নামেন্টে থাকছে না কোনও উদ্বোধনী অনুষ্ঠানও।    

পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম এবং ক্রিকবাজের খবরে জানা গেছে, ইসিবি ও ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের সফরসূচি চূড়ান্ত করেছে। সে সূচি অনুযায়ী ইংল্যান্ড ১৮ ফেব্রুয়ারি এবং অস্ট্রেলিয়া তার পরদিন যাবে পাকিস্তানে। যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুই হবে ১৯ ফেব্রুয়ারি। এছাড়া ভারতের অধিনায়ক রোহিত শর্মাও পাকিস্তানে যাচ্ছেন না। 

এই মুহূর্তে ইংল্যান্ড দল আছে ভারতে। সেখানে তারা টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলছে। এই সিরিজ শেষ হবে ১২ ফেব্রুয়ারি। সিরিজ শেষে দলকে ৭ দিনের বিশ্রাম দিতে চায় ইসিবি। অন্যদিকে শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়ার সিরিজ শেষ হবে ১৪ ফেব্রুয়ারি। পাকিস্তানে যাওয়ার আগে তাদেরকেও ৪ দিনের বিশ্রাম দেবে ক্রিকেট অস্ট্রেলিয়া। এছাড়া প্রস্তুতি ম্যাচও খেলবে না তারা। 

মূলত এসব কারণেই হচ্ছে না উদ্বোধনী অনুষ্ঠান। জিও সুপারে আইসিসির এক কর্মকর্তা বলেছেন, পিসিবি ও আইসিসির আগ্রহ থাকার পরও ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সথা সময়ে না থাকায় উদ্ধোধনী অনুষ্ঠান হচ্ছে না। ক্রিকবাজে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেছেন, আইসিসি বা পিসিবি কারও পক্ষ থেকেই অনুষ্ঠানের ঘোষণা হয়নি।  

উদ্ধোধনী অনুষ্ঠান বাতিল করলেও পুরো টুর্নামেন্ট ঘিরে উদযাপন করতে চায় পাকিস্তান। সংবাদমাধ্যমের খবর, ১৯ ফেব্রুয়ারি পাকিস্তা-নিউজিল্যান্ডের ম্যাচের আগে বিশেষ কোনও আয়োজন করতে চায় পিসিবি।

 

একুশে সংবাদ/ এস কে 

Link copied!