সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদো চুক্তি নবায়ন করছেন। বাৎসরিক ১৬৭ দশমিক ৯ মিলিয়ন পাউন্ডে নতুন করে চুক্তিবদ্ধ হচ্ছেন পর্তুগিজ মহাতারকা। এই চুক্তি রোনালদোকে শুধু বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারই নয়, বরং সবচেয়ে বেশি বছর বয়সে এই রেকর্ড ধরে রাখার উপাধিও দিবে। নতুন চুক্তিতে সপ্তাহে ৩ দশমিক ১৯ মিলিয়ন পাউন্ড উপার্জন করবেন রোনালদো।
পারিশ্রমিকের রেকর্ড বই তছনছ করে ২০২৩ সালে রোনালদো আল নাসরে যোগ দেন। অনেকেই প্রশ্ন করছে, রোনালদো কী সৌদি আরবেই থাকছেন না কি নতুন ঠিকানায় পাড়ি দিবেন? এ নিয়ে রোনালদো বলেছেন মধ্যপ্রাচ্যেই ভালো আছেন তিনি। তার এই ইচ্ছাই যেনো এবার আনুষ্ঠানিক রুপ পেতে যাচ্ছে।
আল নাসরের সঙ্গে নতুন চুক্তিতে রোনালদোর বেতন আরও বাড়ছে। এর আগে আল নাসরের সঙ্গে বাৎসরিক ১৬৪ মিলিয়ন পাউন্ডের চুক্তি ছিলো রোনালদোর। সঙ্গে আরও ৪৯ মিলিয়ন বোনাস ছিলো। এবার বোনাস কত বাড়ছে সেটা এখনও প্রকাশ না পেলেও, বেতনের অঙ্কটা বেড়ে ১৬৭.৯ হচ্ছে তা গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। খুব শিগগিরই দু-পক্ষের মাঝে আনুষ্ঠানিক চুক্তি হবে বলে বিভিন্ন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
নতুন চুক্তিতে প্রতিদিন রোনালদো পকেটে ঢুকবে ৪ লাখ ১৯ হাজার ৮০০ পাউন্ড। সপ্তাহ প্রতি অঙ্কটা গিয়ে দাঁড়াবে ৩.১৯ মিলিয়ন পাউন্ডে। মিনিট প্রতি ক্রিস্টিয়ানো রোনালদোর উপার্জন প্রায় ৩০০ পাউন্ড। বাংলা টাকায় যা ৪৮ হাজারের কাছাকাছি।
সৌদি আরবে আসলেই দারুণ সময় কাটছে রোনালদোর। আল নাসরে সফলতা না পেলেও ব্যক্তিগত নৈপুন্যে রোনালদোর ধারেকাছে নেই কেউ। ক`দিন আগেই গ্লোব সকার অ্যাওয়ার্ডে বর্ষসেরা মধ্যপ্রাচ্যের ফুটবলার নির্বাচিত হয়েছেন পর্তুগিজ বরপুত্র। সৌদি আরবে তার প্রোফাইলটাও বেশ সমৃদ্ধ। এখন পর্যন্ত ৮৪ ম্যাচে ৭৫ গোল করে তিনি ছুটছেন এক হাজারতম গোলের মাইলফলক স্পর্শ করতে।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

