AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পারিশ্রমিক না পাওয়ায় রাজশাহীর ক্রিকেটারদের অনুশীলন বয়কট


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১২:৪৮ পিএম, ১৫ জানুয়ারি, ২০২৫
পারিশ্রমিক না পাওয়ায় রাজশাহীর ক্রিকেটারদের অনুশীলন বয়কট

চট্টগ্রামে মাঠে গড়ানোর অপেক্ষায় বিপিএল। সব দল চট্টগ্রামে পৌঁছেও গিয়েছে। ব্যাট বলের লড়াইয়ের আগে আজ (বুধবার) এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল দুর্বার রাজশাহীর। দলটির তরফ থেকে গণমাধ্যমকে এমনটাই জানানো হয়েছিল। তবে হঠাৎ করেই সেই অনুশীলন বাতিল হয়ে যায়।   

আজ (বুধবার) সকাল ১০ টা থেকে রাজশাহীর অনুশীলন করার কথা ছিল। তবে সকাল পৌনে এগারোটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটির থেকে জানানো হয়, আজকের অনুশীলন বাতিল করা হয়েছে। বিশ্রামের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

হঠাৎ করে কেন অনুশীলন বাতিল করা হলো, খুঁজতে গিয়ে ভিন্ন কারণ জানা যায়। পারিশ্রমিক বকেয়া থাকায় অনুশীলন বয়কট করেছেন দলের ক্রিকেটাররা।

ফ্র্যাঞ্চাইজিটির স্কোয়াডে থাকা এক ক্রিকেটার জানান, বিপিএল মাঝপথে চলে এলেও এখনো কোনো টাকা পাননি। যে কারণে অনুশীলন বাতিলের মতো সিদ্ধান্ত নিয়েছেন তারা। দেশিদের পাশাপাশি দলটির কোনো বিদেশি ক্রিকেটারও পারিশ্রমিক বুঝে পাননি। অবশ্য জানা গেছে, ২৫ শতাংশ করে পারিশ্রমিক পেয়েছেন কোচরা। যদিও ম্যানেজমেন্টের তরফে আচমকা অনুশীলন পণ্ড হওয়ার ব্যাখ্যায় বিশ্রামের কথা বলা হচ্ছে।

এবারের বিপিএল মাঠে গড়ানোর আগে থেকেই আলোচনায় ছিলো পারিশ্রমিক ইস্যু। টুর্নামেন্টের মাঝপথে এসেও বিষয়টির সুরাহা হয়নি। যদিও বিসিবি থেকে বারবার আশ্বাস দেওয়া হয়েছিল, দ্রুতই তারা বিষয়টির মীমাংসা করবেন। ফ্র্যাঞ্চাইজিগুলোকে কিছুটা সময় দেওয়ার পক্ষে ছিলেন তারা।

একুশে সংবাদ/ এস কে
 

 


 

 

 

Link copied!