AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৭ মে, ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফ্রান্সের কোচিংয়ের পদ ছাড়ছেন দেশম


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:১৭ পিএম, ৮ জানুয়ারি, ২০২৫

ফ্রান্সের কোচিংয়ের পদ ছাড়ছেন দেশম

ফ্রান্স জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব পালন করছেন দিদিয়ের দেশম। অবশেষে বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছেন এই কোচ। ফ্রান্স ফুটবল ফেডারেশন জানিয়েছে, ২০২৬ সালের পর আর চুক্তি নবায়ন করবেন না তিনি।দেশমের বর্তমান চুক্তি আগামী বিশ্বকাপের পর পর্যন্ত চলবে।

৫৬ বছর বয়সী দেশম ফ্রান্সের দায়িত্ব বুঝে পান ২০১২ সালে। তার অধীনেই ২০১৮ সালে বিশ্বকাপ ঘরে তুলেছে কিলিয়ান এমবাপ্পেরা। তার আগে ঘরের মাঠে খেলেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সাবেক ফরাসি অধিনায়কের অধীনে ফ্রান্স আবারো বিশ্বকাপের ফাইনাল খেলে ২০২২ সালের আসরে। সেবার অবশ্য আর্জেন্টিনার কাছে শুটআউটে হেরে যায় তারা। 

মঙ্গলবার (৭ জানুয়ারি) ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানায়, দেশম নিজেই এই ব্যাপারে বুধবার (৮ জানুয়ারি) ঘোষণা করবেন। তার আগে ফরাসি ফুটবল প্রধান ফিলিপে দিয়ালো রয়টার্সকে বলেছেন, বিশ্বকাপের পর আর থাকতে রাজি নন দেশম, ২০২৬ সালে মেয়াদের পর সে চলে যাবে।

ফ্রান্সের কোচ হওয়ার আগে যে কয়টি ক্লাবের কোচ ছিলেন, প্রতিটিতেই ট্রফি জিতেছেন দেশম। তার পর ফ্রান্সের কোচ হয়ে ২০২১ সালে জিতেছেন নেশন্স লিগ। খেলোয়াড় হিসেবে ১৯৯৮ সালে জিতেছেন বিশ্বকাপ। তার পর ২০০০ সালে ইউরো। ওই দুই আসরেই অধিনায়ক ছিলেন তিনি।


সূত্র: রয়টার্স

একুশে সংবাদ/ এস কে

Shwapno
Link copied!