২০২৫ সালে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ পুরুষ দলের যাত্রা আরম্ভ হবে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর লাল-সবুজের জার্সিতে অভিষেকের অপেক্ষায় গোটা দেশ। নতুন বছরে ব্যস্ত সময় পার করবে দেশের ফুটবল অঙ্গন। জাতীয় পুরুষ ও নারী দলের ফিফা উইন্ডো ও এশিয়ান কাপ বাছাইপর্বে থাকছে খেলার সূচি।
গত বছর সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী নারী ফুটবল দলের সামনে ১৭-২৫ ফেব্রুয়ারি ফিফা উইন্ডোতে তিনটি ম্যাচ খেলার সুযোগ রয়েছে। পুরুষদের আন্তর্জাতিক ম্যাচে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচ ২৫ মার্চ। গোটা ক্রীড়াঙ্গনই হামজার সম্ভাব্য অভিষেক ম্যাচের দিকে তাকিয়ে থাকবে।
একনজরে বাংলাদেশ ফুটবলের ২০২৫ সালের সূচি  
জাতীয় পুরুষ ফুটবল দলের সূচি
২৫ মার্চ:                 এশিয়া কাপ বাছাই (ভারত)
৮-১৮ মে:               সাফ অনূর্ধ্ব-১৯ (ভারত)
১০ জুন                   এশিয়া কাপ বাছাই (বাংলাদেশ)
১৫ জুন-২৫ জুলাই: সাফ চ্যাম্পিয়নশিপ (হোম/অ্যাওয়ে)
১-৯ সেপ্টেম্বর:         এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাই
২-১০ সেপ্টেম্বর:       ফিফা উইন্ডো
৯ অক্টোবর:             এশিয়া কাপ বাছাই (বাংলাদেশ) 
১৭-২৭ অক্টোবর:      সাফ অনূর্ধ্ব-১৭ 
১৪ অক্টোবর:            এশিয়া কাপ বাছাই (হংকং)
১৮ নভেম্বর:              এশিয়া কাপ বাছাই (বাংলাদেশ)
২২-৩০ নভেম্বর:        এএফসি অ-১৭ বাছাই
জাতীয় নারী ফুটবল দলের সূচি
১৭-২৫ ফ্রেব্রুয়ারি:          ফিফা উইন্ডো (৩ ম্যাচ)
৩১ মার্চ- ৮ এপ্রিল:          ফিফা উইন্ডো ( ২ম্যাচ)
২৬ মে- ৩ জুন:              ফিফা উইন্ডো (২ ম্যাচ)
২৩ জুন-৫ জুলাই:          নারী এশিয়ান কাপ বাছাই (হোম/অ্যাওয়ে)
১-১১ জুলাই:                   সাফ অ-২০ চ্যাম্পিয়নশিপ (বাংলাদেশ)
২-১০ আগস্ট:                 এএফসি অনূর্ধ্ব-২০ বাছাই
১৪-২৪ সেপ্টেম্বর:           সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ
৯-১৭ অক্টোবর:              এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাই
২০-২৮ অক্টোবর:           ফিফা উইন্ডো ( ২ ম্যাচ )
২৪ নভেম্বর-২ ডিসেম্বর:  ফিফা উইন্ডো ( ২ ম্যাচ )
একুশে সংবাদ/ এস কে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
