AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চ্যাম্পিয়ন্স লিগে সিটির হার


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:১৬ পিএম, ১২ ডিসেম্বর, ২০২৪
চ্যাম্পিয়ন্স লিগে সিটির হার

ইংলিশ প্রিমিয়ার লিগের পর চ্যাম্পিয়ন্স লিগেও সময়টা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার সিটির। এবার চ্যাম্পিয়ন্স লিগে ইতালির ক্লাব জুভেন্টাসের কাছে হেরেছে তারা। তুরিনের ক্লাবটির কাছে ২-০ গোলে হেরেছে সিটিরা। ম্যাচে জুভেন্টাসের হয়ে গোল করেন দুসান ভ্লাহোভিচ এবং ওয়েসটন ম্যাককেনিয়ে।

জুভেস্টাসের ঘরের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়াম। ম্যাচের শুরু থেকে দারুণ খেলতে থাকে স্বাগতিকরা। অন্যদিকে এ দিনের সিটিও কম যায়নি। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করেছিল। তারা বারবার জুভেন্টাসের ডি-বক্সে ঢুকে আক্রমণ শানিয়েছে, কিন্তু কোনো গোল করতে পারেনি।

খেলার ৪০ মিনিটে এগিয়ে যেতে পারতো সিটি। একা বল পেয়ে গোল করতে পারেনি সিটির নরওয়ের স্ট্রাইকার আর্লি বট হালান্ড। জুভেন্টাসের গোলরক্ষক মিচেলে ডি গ্রেগেরিও বেশ দুর্দান্তভাবে গোলটি রুখে দেন। প্রথমার্ধ শেষ হয় গোল শূন্য ব্যবধানে।

বিরতির পর খেলার ফরমেশন পরির্বতন করে জুভেন্টাস। যার ফলও পায় খেলার ৫৩ মিনিটে। মধ্য মাঠ থেকে জুভেন্টাসের টার্কিশ ফরোয়ার্ড কেনান ইলদিজের বাড়ানো গোল করে দলকে এগিয়ে দেন দুসান ভ্লাহোভিচ। স্কোরলাইন দাঁড়ায় (১-০)।

পিছিয়ে পড়ে ব্যবধান কমানোর চেষ্টা করে সিটি। তাতে অবশ্য লাভ হয়নি। খেলার ৭৫ মিনিটে জুভেন্টাসের হয়ে দ্বিতীয় গোলটি করেন ওয়েস্টন ম্যাককেনিয়ে। টিমোথি উইয়াহর দারুণ পাসে একটি চমৎকার ভলিতে গোলটি করেন তিনি। তাতে জুভেন্টাসের স্কোরলাইন হয় (২-০)। বাকি সময়ে গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালিয়ান ক্লাবটি।

এই হারের চলমান চ্যাম্পিয়ন্স লিগে সিটির যাত্রা পরের রাউন্ডে যাওয়ার জন্য কঠিন হয়ে পড়েছে। সিটি এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলে ২টি জয় পেয়েছে, ২টি ম্যাচে পরাজিত হয়েছে এবং বাকি ২টি ম্যাচে ড্র করেছে। এর ফলে সিটির পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে ৮, যা তাদের অবস্থানকে ২২ নম্বরে ঠেলে দিয়েছে। প্লে-অফে উঠতে হলে সিটিকে অন্তত ২৪ পয়েন্ট অর্জন করতে হবে এবং ২৪-এর মধ্যে জায়গা নিতে হবে। এই জয়ে ৬ ম্যাচে ৩টি জয় পেয়েছে জুভেন্টাস। তাদের পয়েন্ট ১৪। পয়েন্ট টেবিলে তারা ১৪ নম্বরে।

একুশে সংবাদ/ এস কে

Link copied!