AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পয়েন্ট টেবিলে ব্রাজিল-আর্জেন্টিনা যেখানে


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:৪৪ পিএম, ২০ নভেম্বর, ২০২৪
পয়েন্ট টেবিলে ব্রাজিল-আর্জেন্টিনা যেখানে

২০২৪ সাল বিদায় নিতে আরো দেড় মাসের মতো বাকি। তবে কয়েকদিনের মধ্যেই চলতি বছরের আন্তর্জাতিক ফুটবলের সূচি শেষ হতে চলেছে। এরই মধ্যে বছরের শেষ ম্যাচ খেলে ফেলেছে দুই লাতিন জায়ান্ট ব্রাজিল-আর্জেন্টিনা। যেখানে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জয় পেলেও পয়েন্ট ভাগাভাগি করেছে ব্রাজিল। 

বুধবার (২০ নভেম্বর) সকালে অল্প সময়ের ব্যবধানে মাঠে নামে দুই দল। আর্জেন্টিনা মুখোমুখি হয় পেরুর। যেখানে মেসির পাস থেকে একমাত্র গোলটি করেন লাউতারো মার্টিনেজ। ৫৫তম মিনিটে মার্টিনেজের এই গোলে ১-০ ব্যবধানে জয় তুলে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।পেরুর বিপক্ষে জয়ের মধ্যদিয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চল থেকে শীর্ষস্থান নিয়েও বছর শেষ করল আর্জেন্টিনা। এই জয়ের পর ১২ ম্যাচ থেকে আর্জেন্টিনার সংগ্রহ ২৫ পয়েন্ট।

বিপরীতে ভেনেজুয়েলার পর উরুগুয়ের সঙ্গেও ড্র করেছে ব্রাজিল। সালভাদরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উরুগুয়ের সঙ্গে পিছিয়ে পড়েও ১-১ গোলে ড্র করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।৫৫ মিনিটে রিয়াল মাদ্রিদ তারকা ফেডরিকো ভালভের্দের দারুণ এক গোলে এগিয়ে যায় উরুগুয়ে। ৭ মিনিট পর পেনাল্টি বক্সের মাথা থেকে গেরসনের দুর্দান্ত এক শট খুঁজে নেয় উরুগুয়ের জাল।

নিজেদের মাঠেও পয়েন্ট হারিয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট তালিকার পাঁচে নেমে গেল ব্রাজিল। ১২ ম্যাচে তৃতীয়বার ড্র করা ব্রাজিলের পয়েন্ট ১৮। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে।

দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে পয়েন্ট টেবিলে শীর্ষ ৬ দল সরাসরি খেলবে বিশ্বকাপে। সপ্তম দলটিকে দিতে হবে প্লে অফ পরীক্ষা। এক নজরে দেখে নিন ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলের পয়েন্ট টেবিল:


দল     ম্যাচ    জয়    ড্র    হার    পয়েন্ট
আর্জেন্টিনা    ১২    ৮    ১    ৩    ২৫
উরুগুয়ে    ১২    ৫    ৫    ২    ২০
ইকুয়েডর    ১২    ৬    ৪    ২    ১৯
কলম্বিয়া    ১২    ৫    ৪    ৩    ১৯
ব্রাজিল    ১২    ৫    ৩    ৪    ১৮
প্যারাগুয়ে    ১২    ৪    ৫    ৩    ১৭
বলিভিয়া    ১২     ৪    ১    ৭    ১৩
ভেনেজুয়েলা    ১২    ২    ৬    ৪     ১২
চিলি    ১২    ২    ৩    ৭    ৯
পেরু    ১২    ১    ৪    ৭    ৭
 

একুশে সংবাদ/ এস কে

Link copied!