স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ও বীর মুক্তিযোদ্ধা জাকারিয়া পিন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত এই ফুটবলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দেশের ফুটবলের অভিভাবক সংস্থা তাদের শোক বার্তায় বলেছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ও একজন গর্বিত মুক্তিযোদ্ধা জাকারিয়া পিন্টুর মৃত্যুতে শোক প্রকাশ করছে। আমাদের দেশের স্বাধীনতা এবং ফুটবলের উত্তরাধিকারে তার অবদান কখনো বিস্মৃত হবে না। আল্লাহ তাকে চির শান্তি দান করুন।
জাকারিয়া পিন্টুর মৃত্যুতে বাফুফের সভাপতি তাবিথ আউয়াল, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতিবৃন্দ, সাধারণ সম্পাদকসহ স্ট্যান্ডিং কমিটির এবং ফেডারেশনের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেন। সকলে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

