ব্যাঙ্গালুরুতে আজ থেকে শুরু হওয়া ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিন বৃষ্টির কারনে পরিত্যক্ত হয়েছে।
গত দুইদিন ধরে টানা বৃষ্টিতে আজ মাঠে একটি বলও গড়ায়নি। এমনকি টসও করা যায়নি। আগামী কয়েকদিনও বৃষ্টির পূর্বাভাষ রয়েছে।
গত মাসে নয়া দিল্লিতে আফগানিস্তান বনাম নিউজিল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্টটিও বৃষ্টির কারনে একটি বলও মাঠে গড়ায়নি। টানা পাঁচদিনের বৃষ্টিতে শেষ পর্যন্ত টেস্ট পরিত্যক্ত ঘোষনা করা হয়েছিল।
বুধবার চিন্নস্বামী স্টেডিয়ামে সকাল থেকে হওয়া বৃষ্টির কারনে আম্পায়াররা দুপুর ২.৩০ মিনিটে দিনের খেলা পরিত্যক্ত ঘোষনা করেন।
পরিস্থিতি ঠিক থাকলে আগামীকাল সকাল ৮.৪৫ মিনিটে টস অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এর আগে বৃষ্টির কারনে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের অনুশীলনেও দুই দলের বেশ সমস্যা হয়েছে। আগামী ২৪ অক্টোবর পুনেতে দ্বিতীয় ও ১ নভেম্বর থেকে মুম্বাইয়ে তৃতীয় টেস্ট শুরু হবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :