চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনে হয়েছিল ১৭ উইকেটের পতন। তৃতীয় দিনের সকালের সেশনের প্রথম ঘণ্টায় পড়েনি কোনো উইকেট। শুভমান গিল তুলে নিয়েছেন ফিফটি, তাকে সঙ্গ দিচ্ছেন রিশভ পান্ট। বাংলাদেশের বিপক্ষে লিড বাড়িয়ে নিচ্ছে ভারত।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত টিম ইন্ডিয়ার সংগ্রহ ৩ উইকেটে ২০৪ রান। গিল ৮৪ ও পান্ট ৮২ রানে ক্রিজে রয়েছেন। চতুর্থ উইকেটে তারা দুজন অবিচ্ছিন্ন জুটি গড়েছেন। স্বাগতিকরা ৪৩২ রানের লিডে রয়েছে।
ভারতের প্রথম ইনিংসে ৩৭৬ রানের জবাবে মাত্র ১৪৯ রানেই অলআউট হয় বাংলাদেশ। সফরকারীদের চেয়ে ২২৭ রানে এগিয়ে থাকলেও প্রতিপক্ষকে ফলোঅন করায়নি স্বাগতিকরা।
শনিবার ৩ উইকেটে ৮১ রান নিয়ে ভারত তৃতীয় দিনের খেলা শুরু করে। পেসার ও স্পিনাররা কেউই টাইগারদের সাফল্য এনে দিতে পারেননি। মেহেদী হাসান মিরাজকে দুটি ছক্কা মেরে ফিফটি তুলে নেন গিল।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

