দুই বছর আগে আকস্মিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছিলেন ডিয়েন্দ্রা ডটিন। ওয়েস্ট ইন্ডিজ নারী দলের অলরাউন্ডার অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসেন। ৩৩ বর্ষী ক্রিকেটার এবার আসন্ন নারী টি-২০ বিশ্বকাপের দলে জায়গা পেলেন।
নারীদের আন্তর্জাতিক টি-২০ ফরম্যাটে দ্রুততম শতরানের মালিক ডটিন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে রয়েছেন। ২০০৮ সালে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন।
সিডব্লিউআই সভাপতি কিশোর শ্যালো বলেছেন, ‘আমি মনে করি ওয়েস্ট ইন্ডিয়ান হিসেবে আমরা সবাই ডিয়েন্দ্রা ডটিনকে ফিরতে দেখে উচ্ছ্বসিত। এটি এক বছর ধরে যোগাযোগের ফসল। অ্যান ব্রাউন-জন যখন আনুষ্ঠানিকভাবে নির্বাচক ছিলেন না, তখন তিনি ডিয়েন্দ্রাকে অবসর থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ ছিলেন।’
ক্যারিবীয়দের ১৪৩ ওয়ানডেতে ৩০.৫৪ গড়ে করেছেন ৩,৭২৭ রান। ১২৪ টি-টুয়েন্টিতে ২৫.৯৩ গড়ে করেছেন ২,৫৯৭ রান। বল হাতে ডটিন ওয়ানডেতে ৭২টি এবং টি-টুয়েন্টিতে ৬২ উইকেট নিয়েছেন। ২০১০ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিপক্ষে ৩৮ বলে সেঞ্চুরি করেছিলেন ডটিন। অবসরের আগে ইনজুরি তার বোলিংয়ের ধার কমিয়ে দিয়েছিল। বলের পেস কমিয়ে পার্ট টাইম বোলার হিসেবে ভূমিকা রেখেছিলেন।
২০২২ সালে ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী খেলায় নিউজিল্যান্ডের শেষ ওভারে বল হাতে ওয়েস্ট ইন্ডিজকে রোমাঞ্চকর জয় পাইয়ে দিয়েছিলেন ডটিন। নিউজিল্যান্ডের দরকার ছিল ৬ রান, হাতে ছিল ৩ উইকেট। মাত্র ২ রান দিয়ে ২ উইকেট তুলে উইন্ডিজকে দারুণ জয়ের আনন্দে ভাসিয়েছিলেন।
ওয়েস্ট ইন্ডিজের টি-২০ বিশ্বকাপ স্কোয়াড: হেইলি ম্যাথুস (অধিনায়ক), শেমাইন ক্যাম্পবেল, আলিয়া অ্যালেইন, আফি ফ্লেচার, আশমিনি মুনিসার, চেডিয়ান নেশন, চিনেল হেনরি, ডিয়েন্ড্রা ডটিন, কারিশমা রামহারাক, ম্যান্ডি মাংরু, নেরিসা ক্র্যাফটন, কিয়ানা জোসেফ, স্টামিলিয়া, স্টামিলিয়ান টেলর, জাইদা জেমস।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :