চট্টগ্রামের বোয়ালখালীতে এক বিরল দৃশ্য দেখা গেছে—একটি বিষধর খৈয়া গোখরো সাপ মগভর্তি পানি পান করছে।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার কালায়ারহাট বাদামতল এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, এক ওঝা এই সাপটি ব্যবহার করে মানুষকে প্রতারণা করছিল। খবর পেয়ে স্নেক রেসকিউ টিম বাংলাদেশ এর সদস্য অয়ন মল্লিক ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন।
অয়ন মল্লিক বলেন, "সাপটি খুব দুর্বল হয়ে পড়েছিল। পরে মগভর্তি পানি দিলে ধীরে ধীরে পানি পান করতে শুরু করে।"
তিনি আরও জানান, ওঝা সাপটির বিষদাঁত ভেঙে দিয়েছে এবং বিষথলি (ভেনম গ্ল্যান্ড) কেটে ফেলেছে। বর্তমানে সাপটি তাদের পর্যবেক্ষণে রয়েছে। সুস্থ হয়ে উঠলে এটি বনে অবমুক্ত করা হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

