ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার অংশ হিসেবে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
এশোডাউনটি গাইবান্ধা-৩ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিকের পক্ষে এবং তারেক রহমানের বাংলাদেশ বিনির্মাণের ৩১ দফা বাস্তবায়নে আয়োজন করা হয়। রোববার বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত শোডাউনটি নলডাঙ্গা বন্দরসহ বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করে।
শোডাউনে নেতৃত্ব দেন নলডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউন্নবী লেবু ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মিলন। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী অংশ নেন। নেতাকর্মীরা ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান।
শোডাউন ও গণসংযোগকালে সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মিলন বলেন, "আগামী দিনে শহীদ জিয়ার সুখী ও সমৃদ্ধ স্বপ্নের বাংলাদেশ গড়তে আমরা ভোটারদের ব্যাপক সাড়া পেয়েছি। এজন্য সকল স্তরের নেতাকর্মীরা অতীত ভুলে সহনশীলতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।"
তিনি আরও বলেন, "ঐক্যবদ্ধতার মাধ্যমে বিএনপিকে শক্তিশালী করে সকল ধরনের অন্যায়, অবিচার ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দেশ ও জাতির কল্যাণে কাজ করে ভোটারদের আস্থা অর্জন করতে হবে।"
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

