রাওয়ালপিন্ডি টেস্টের শুরুতেই সাফল্যের দেখা পেয়েছে বাংলাদেশ। সাজঘরে ফিরেছেন পাকিস্তানি ওপেনার আবদুল্লাহ শফিক। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ এক উইকেটে ১০ রান। সাইম আইয়ুব ২ শূন্য ও অধিনায়ক শান মাসুদ ৫ রানে ক্রিজে আছেন।
পেসার হাসান মাহমুদের চতুর্থ ওভারের তৃতীয় বলটি ওভারপিচ করে অফস্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছিল। শফিক ব্যাট চালিয়ে বসলে গালি অঞ্চলে থাকা জাকির হাসান অ্যাক্রোবেটিকভাবে শূন্যে লাফিয়ে দুর্দান্ত এক ক্যাচ নেন। তিন রান করে মাঠ ছাড়েন স্বাগতিক দলের ওপেনার।
এর আগে বুধবার নির্ধারিত সময়ের চার ঘণ্টা পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়ায় । টসে জিতে আগে ফিল্ডিং বেছে নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হয়েছে ম্যাচ। টেস্টের প্রথম দিনের বাকি সময়ে ৪৮ ওভার খেলা গড়াবে। ৫টা ২০ থেকে ৫টা ৪০ মিনিট পর্যন্ত থাকবে চা পানের বিরতি। সন্ধ্যা ৭টা পর্যন্ত খেলা চলবে। তবে দুই আম্পায়ার চাইলে দিনের নির্ধারিত ওভার শেষের জন্য আরো আধা ঘন্টা ম্যাচ চালিয়ে নিতে পারবেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :