আকস্মিকভাবে সরকার পতনের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। তিনদিন দেশে ছিল না কোনো সরকার ব্যবস্থা। পরিস্থিতির সুযোগ নিয়ে দুর্বৃত্তরা বিভিন্ন স্থানে হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটায়।
ক্রীড়াঙ্গনও এসবের হাত থেকে রেহাই পায়নি। ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী ও শেখ জামালের কার্যালয়ে ধ্বংসলীলা চালানো হয়। এবার জানা গেল ফুটবলের নবাগত ক্লাব ফর্টিজ এফসিতেও হয়েছে ভয়াবহ হামলা ও ভাঙচুর।
ফর্টিজ এফসির ম্যানেজার রাশেদুল ইসলাম একটি ফিটনেস ট্রেনিং কোর্সের জন্য মালয়েশিয়ায় ছিলেন। শুক্রবার রাতে তিনি ঢাকায় ফেরেন। পরদিন শনিবার সকালে ক্লাব প্রাঙ্গনে গিয়ে ভয়াবহ দৃশ্য দেখে হতভম্ব হয়ে যান।
রাশেদুল বলেন, সরকার পরিবর্তনের পর দুর্বৃত্তরা লুটপাট শুরু করেছে। সেটির অংশ হিসেবে হামলা হয়েছে। আমাদের ড্রেসিংরুম ভেঙ্গেছে। খেলার সরঞ্জাম যতো, মাঠ সংস্কারের ট্রাক, পে লোডার ও রোলার মেশিন কিছুই ধ্বংসের হাত থেকে রেহাই পায়নি। বল থেকে শুরু করে জার্সি আর অন্যান্য বেশ কিছু জিনিস নিয়ে গেছে।
তিনি আরো বলেন, আপনি জানেন ফর্টিজ ক্লাবের মাঠের বেশ সুমন আছে। আমরা পাশে আরো দুইটা মাঠ তৈরি করছিলাম। মাটি আর বালি আনার কাজ চলছিল। রোলার মেশিন আর ঘাস কাটার মেশিন সেজন্য ছিল। ঘাস কাটার মেশিনতা নিয়ে গিয়ে বাকি সব পুড়িয়ে দিয়েছে। দেশের আইনশৃঙ্খলা থিতু হওয়ার আগে এসব কাজ চলছে।
হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগে কি পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখনো নিরূপণ করা সম্ভব হয়নি বলে জানান ফর্টিজ এফসির ম্যানেজার রাশেদুল । তার ভাষ্য, আমি স্পোর্টসের মানুষ। এসব যন্ত্রের দাম সম্পর্কে আমার ধারণা নেই। খেলাধুলার কিরকম ক্ষতি হয়ে গেল, সেটাই বলতে পারবো।
ফর্টিস এফসি ঢাকার বাড্ডা থানা ভিত্তিক একটি বাংলাদেশী পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়েছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :