AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্যারিস অলিম্পিকে উত্তর-দক্ষিণ কোরিয়ার সেলফি ভাইরাল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:৪৫ পিএম, ৩১ জুলাই, ২০২৪

প্যারিস অলিম্পিকে উত্তর-দক্ষিণ কোরিয়ার সেলফি ভাইরাল

প্যারিস অলিম্পিকের বিজয় মঞ্চে দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার টেবিল টেনিস খেলোয়াড়দের তোলা সেলফি ভাইরাল হয়েছে দক্ষিণ কোরিয়ায়। আন্ত:সীমান্ত একতার বিরল প্রদর্শনী হিসেবে প্রশংসিত হয়েছে খেলোয়াড়দের সেলফি।

পারমাণবিক অস্ত্রসমৃদ্ধ উত্তর কোরিয়া চলতি বছরের শুরুতে দক্ষিণ কোরিয়াকে তাদের প্রধান শত্রু হিসেবে ঘোষণা করে। দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা নতুন কিছু নয়। বছরের পর বছর ধরে এ ধরনের বৈরী সম্পর্ক চলে আসছে। এ বছরও তাদের মধ্যে উত্তেজনা কখনো কখনো চরমে পৌঁছেছে।

চায়নার পরে থেকে গতকাল মিক্সড ডাবলসে উত্তর কোরিয়া রৌপ্য ও দক্ষিণ কোরিয়া ব্রোঞ্জ পদক জয় করেছে। পদক প্রদান অনুষ্ঠানের পর বিজয় মঞ্চে সকলে দাঁড়িয়ে দক্ষিণ কোরিয়ার লিড জং-হুন সেলফিটি তুলেন। এ সময় লিমের ছবির পিছনে উত্তর কোরিয়ার জুটি রি রং সিক ও কিম কুম ইয়ং ও দক্ষিণ কোরিয়ার শিন ইউ-বিন ও স্বর্ণ জয়ী চাইনিজ জুটি ওয়াং চুকিন ও সুন ইয়াংসা ছিলেন।

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় দৈনিক জংএ্যাং ইলবোতে হেডলাইন হয়েছে, ‘উভয় কোরিয়ার জাতীয় দল ও স্যামসাং ফোনের সাথে একটি সেলফি।’

২০১৬ রিও অলিম্পিকের পর এই প্রথম অলিম্পিকে পদক জিতল উত্তর কোরিয়া। কোভিড মহামারির কারণে ২০২১ সালে অনুষ্ঠিত টোকিও অলিম্পিকে দল পাঠায়নি উত্তর কোরিয়া। পদক বিতরণ শেষে কোরিয়ান সংবাদ মাধ্যমকে লিম জং-হুন বলেছেন, ‘রৌপ্যজয়ী হিসেবে তাদের (উত্তর কোরিয়ার দুই খেলোয়াড়) পরিচয় করিয়ে দেওয়ার সময় আমি তাদের অভিনন্দন জানিয়েছি।’

দক্ষিণ কোরিয়ার সম্প্রচার মাধ্যমগুলোয় খেলোয়াড়দের সেলফি তোলার ভিডিও বারবার দেখানো হয়। অনেক ধারাভাষ্যকার এমন বিরল মুহূর্তের গুরুত্ব তুলে ধরেন। একজন ধারাভাষ্যকার বলেন, ‘এটাই অলিম্পিকের সত্যিকারের চেতনা।’


একুশে সংবাদ/ এস কে

 

Link copied!