AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার উড়ন্ত সূচনা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:৩০ পিএম, ২৪ জুন, ২০২৪

ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার উড়ন্ত সূচনা

২০৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরুতেই ওয়ারনারের উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া ।সেন্ট লুসিয়ার গ্রস আইলেটে ড্যারেন স্যামি স্টেডিয়ামে সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে ২০ ওভারে পাঁচ উইকেটে ২০৫ রান সংগ্রহ করেছে ভারত। ভারতের সেমিফাইনাল প্রায় নিশ্চিত। সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে এমন এক লড়াইয়ে টিম ইন্ডিয়ার দেওয়া পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পেয়েছে অজিরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভারে দুই উইকেটে ১০৩ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। 

রান তাড়া করতে নেমে আজ প্রথম ওভারেই সাজঘরে ফেরেন ডেভিড ওয়ার্নার। তবে সেই ধাক্কা কাটিয়ে উঠতে সময় নেয়নি অস্ট্রেলিয়া। ট্রেভিস হেড ও মিচেল মার্শের ব্যাটে পাল্টা আক্রমণে অজিরা। দুজনের ব্যাটে দ্রুত লক্ষ্যের কাছে যেতে থাকে দলটি।

নবম ওভারে অবশ্য সাজঘরে ফিরেছেন মিচেল মার্শ। বাউন্ডারিতে আর্শদীপের অবিশ্বাস্য ক্যাচে পরিণত হওয়ার আগে ৩৭ রান করেছেন তিনি। হেড অপরাজিত আছেন ৪২ রানে।

আজ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ। ভারতের হয়ে ইনিংস উদ্বোধনে নেমে আজও ব্যর্থ বিরাট কোহলি। শূন্য রানে আউট হন এ ওপেনার। তবে রোহিত শর্মা ছিলেন চেনা ছন্দে। শুরু থেকেই অজিদের ওপর ছড়ি ঘোরাতে থাকেন তিনি।

চার-ছক্কার ফুলঝুরিতে মাত্র ১৯ বলে হাফসেঞ্চুরি পূরণ করেন রোহিত। যা চলতি আসরে দ্রুততম। দ্য হিটম্যান ছিলেন সেঞ্চুরির পথেও। তবে ৯২ রানে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন এ ওপেনার। সূর্যকুমার যাদবের ৩১ ও শিভম দুবের ২৮ রানের ইনিংস ভারতকে এগিয়ে দেয়।

শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন হার্দিক পান্ডিয়া। তার ২৭ রানের ক্যামিওতে ভারতের বড় সংগ্রহ নিশ্চিত হয়। অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক ও মার্কাস স্টয়নিস দুটি ও জশ হ্যাজেলউড একটি করে উইকেট শিকার করেন।

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!