AB Bank
  • ঢাকা
  • শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইয়ের পুঁজি বাংলাদেশের


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৮:১৫ এএম, ২১ জুন, ২০২৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইয়ের পুঁজি বাংলাদেশের

প্রাথমিক ধাক্কা সামলে বাংলাদেশকে ভালো শুরু এনে দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু মিডল অর্ডার ব্যাটাররা সেটা কাজে লাগাতে পারেনি। সাকিব আল হাসান-মাহমুদউল্লাহ রিয়াদরা দ্রুত ফিরেছেন। তবে ব্যতিক্রম ছিলেন তাওহিদ হৃদয়।  

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ। দলটির হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন তানজিদ হাসান তামিম ও লিটন দাস।ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪০ রান করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেছেন শান্ত। তাছাড়া ৪০ রান এসেছে তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে।

ইনিংসের প্রথম বলেই তামিমের স্ট্যাম্প উপড়ে ফেলেন মিচেল স্টার্ক। এতে তিন বল খেলেও রানের খাতা খুলতে ব্যর্থ তামিম (০)। পরে ক্রিজে আসেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। উইকেটে এসে লিটনের সঙ্গে ৫৮ রানের জুটি গড়েন তিনি।

ইনিংসের নবম ওভারে লিটনকে বোল্ড করেন জাম্পা। আউট হওয়ার আগে ২৫ বলে ১৬ করেন তিনি। উইকেটে এসেই অজিদের ওপর চড়াও হতে চেয়েছিলেন রিশাদ হোসেন। কিন্তু ম্যাক্সওয়েলের ঘূর্ণিতে জাম্পার তালুবন্দী হয়েছেন তিনি।

নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ব্যাট হাতে লড়াই চালিয়ে যান শান্ত। কিন্তু তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন জাম্পা। প্যাভিলিয়নে ফেরার আগে ৪১ রান করেন তিনি।

ব্যাট হাতে বলার মতো তেমন কিছুই করতে পারেননি সাকিব আল হাসান (৮), মাহমুদউল্লাহ রিয়াদ (২) ও  মাহেদী হাসান (০)। শেষের দিকে তাওহীদ হৃদয়ের ব্যাটে মাঝারি পুঁজি সংগ্রহ করে টিম টাইগার্স।

অস্ট্রেলিয়ার হয়ে হ্যাটট্রিক করেছেন প্যাট কামিন্স। এছাড়া দুটি উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা।

 

একুশে সংবাদ/ এস কে

 

 

Link copied!