টি-২০ বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচে নেপালের বিপক্ষে লড়ছে বাংলাদেশ দল। যেখানে আগে ব্যাট করে নেপালি বোলারদের তোপে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা।১৯.৩ বল খেলে মাত্র ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ।দলের হয়ে সর্বোচ্চ ১৭ রান করেন সাকিব আল হাসান।ইনিংসের প্রথম বলেই আঘাত করেন সোমপাল। শুরুতেই চড়াও হতে গিয়ে তার বলে কট অ্যান্ড বোল্ড হয়েছেন তামিম। পরে ক্রিজে আসেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে উইকেটে থিতু হওয়ার আগেই সাজঘরের পথ ধরেছেন তিনি।
ব্যাট হাতে আশার আলো দেখিয়েও ব্যাক্তিগত ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন লিটন দাস (১০) ও তাওহীদ হৃদয় (৯)।
পাওয়ার প্লে-তে চার উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে সেই চাপ সামলে দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করেন সাকিব-মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু দুজনের ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে সাজঘরে ফিরেছেন রিয়াদ। এর পরেই লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন সাকিবও (১৭)।
শেষ মুহূর্তে তাসকিনের লড়াইয়ে শতরান পেরোয় বাংলাদেশ। তবে একশ পেরিয়ে অলআউট হয়েছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। নেপালের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেছেন সোমপাল কামি, দিপেন্দ্র সিং আইরি, রোহিত পৌদেল ও সন্দ্বীপ লামিচানে।
একুশে সংবাদ/ এস কে