টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে কিছুক্ষণ পর মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি।
এর আগে টস জিতে বোলিং নিয়েছেন নেপাল অধিনায়ক।এই ম্যাচ জিতলেই সুপার এইট নিশ্চিত হবে টাইগারদের।
২০০৭ সালে প্রথম বিশ্বকাপে সুপার এইটে উঠেছিল বাংলাদেশ। এরপর আর কোনো আসরেই প্রথম রাউন্ডের বাধা টপকাতে পারেনি। দ্বিতীয়বারের মতো আবারো সেই সুর্বণ সুযোগ এখন বাংলাদেশের সামনে।
সুপার এইটে খেলতে হলে বাংলাদেশের সামনে সহজ সমীকরণ শেষ ম্যাচে নেপালকে হারাতে হবে। অথবা অন্তত ১টি পয়েন্ট পেলেই দক্ষিণ আফ্রিকার পর দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে নিশ্চিত হবে টাইগারদের। আর যদি নেপালের কাছে অঘটনের শিকার হয়ে হেরে যায় বাংলাদেশ, তাহলে এই গ্রুপে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
নেপাল একাদশ: কুশল ভুর্টাল, আসিফ শেখ, রোহিত পৌদেল (অধিনায়ক), অনিল শাহ, দীপেন্দ্র সিং আইরি, কুশল মল্লা, গুলশান ঝা, সোমপাল কামি, সন্দ্বীপ জোরা, সন্দ্বীপ লামিচানে ও অবিনাশ বোহারা।
একুশে সংবাদ/ এস কে