আগেই সবকিছু ঠিক ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। অবশেষে সেটিও সম্পন্ন করেছে ইংলিশ ক্লাব লিভারপুল। ইয়ুর্গেন ক্লপের বিদায়ে তার জায়গায় আর্নে স্লটকে বসিয়েছে অল রেডরা। নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে স্লটকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে লিভারপুল। সেখানে তারা জানিয়েছে, ‘আগামী ১ জুন থেকে লিভারপুলের দায়িত্ব নিচ্ছেন আর্নে স্লট। চুক্তির বিষয়ে অবশ্য স্পষ্ট করে কিছুই জানায়নি তারা।
তবে লিভারপুলের সঙ্গে স্লটের চুক্তির মেয়াদ নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দুই পক্ষের চুক্তির মেয়াদ তিন বছর।
জানা গেছে, স্লটকে আনতে ফেইনুর্ডকে ৯৪ লাখ পাউন্ড ক্ষতিপূরণ দিয়েছে লিভারপুল। গত মৌসুমে ডাচ ক্লাবটিকে শীর্ষ লিগ জিতিয়েছেন ৪৫ বছর বয়সী এই কোচ। এবার তার অধীনে লিগে দ্বিতীয় হওয়ার পাশাপাশি ডাচ কাপ জিতেছে ফেইনুর্ড।
প্রসঙ্গত, ২০২১ সালে ডাচ ক্লাব ফেইনুর্ডের দায়িত্ব নেন স্লট। তার অধীনে সেই মৌসুমেই কনফারেন্স লিগের ফাইনালে খেলে ক্লাবটি। যদিও ফাইনালে রোমার কাছে হেরে যায় তারা। কিন্তু তার পরের মৌসুমেই অর্থাৎ ২০২২-২৩ মৌসুমে দীর্ঘ ২৪ বছর পর ফেইনুর্ডকে লিগ শিরোপা এনে দেন এই ডাচ কোচ।
একুশে সংবাদ/এস কে