AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
এশিয়ান অনূর্ধ্ব-১২ দলগত টেনিস প্রতিযোগিতা ২০২৪

নেপাল জয় দিয়ে যাত্রা শুরু বাংলাদেশ দলের


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৫:৫৬ পিএম, ২০ মে, ২০২৪
নেপাল জয় দিয়ে যাত্রা শুরু বাংলাদেশ দলের

এশিয়ান টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে ২০-২৪ মে ২০২৪ পর্যন্ত নেপাল টেনিস এসোসিয়েশনের ব্যবস্থাপনায় নেপালের কাঠমুন্ডুতে এশিয়া অনূর্ধ্ব-১২ দলগত প্রতিযোগিতা ২০২৪ ইভেন্টের খেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতায় স্বাগতিক নেপালসহ বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, মালদ্বীপ, ভ‚টান, পাকিস্তান ও বাংলাদেশের অনূর্ধ্ব-১২ বছরের বালক/বালিকা খেলোয়াড় ও ক্যাপ্টেন অংশগ্রহণ করছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলসমূহের মধ্যে বালক বিভাগে দুটি গ্রুপ করা হয়েছে। বালক এককে বাংলাদেশ, ভারত ও মালদ্বীপ দল গ্রুপ-এ তে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং  গ্রুপ-বি তে শ্রীলংকা, নেপাল, মালদ্বীপ ও ভূটান দল প্রতিদ্বন্দ্বিতা করছে। অপরদিকে বালিকা দলে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, নেপাল ও মালদ্বীপ দল রাউন্ড রবীন লীগ পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করবে।

বালক একক :
বালক এককের প্রথম খেলায় বাংলাদেশের মোহাম্মদ হায়দার ৬-২, ৬-০ গেমে মালদ্বীপের সালাম ইউসুফ জায়েন মোহাম্মদকে পরাজিত করে এবং দ্বিতীয় এককে বাংলাদেশের মো: জোবায়ের হোসেন ৬-০, ৬-১ গেমে মালদ্বীপের মোহাম্মদ আলসন সামীকে পরাজিত করে ফলে দ্বৈতের খেলা বাকি থাকতেই বাংলাদেশ ২-০ ম্যাচে মালদ্বীপের বিরুদ্ধে জয় অর্জন করে। পরবর্তীতে দ্বৈতের খেলা বাংলাদেশের মোহাম্মদ হায়দার ও সৌরভ হোসেন ফাহিম জুটি ৬-০,৬-২ গেমে মালদ্বীপের মোহাম্মদ মুজাম্মেল লুক ও সালাম ইউফুফ জায়েন মোহাম্মদকে পরাজিত করে। ফলে বাংলাদেশ ৩-০ ম্যাচে মালদ্বীপের বিরুদ্ধে জয়ী হয়।

বালিকা একক : 
বালিকা এককের প্রথম ম্যাচে বাংলাদেশের সারা আল জসিম ২-৬, ৭-৬, ৬-১ গেমে নেপালের পানতা সারাকে এবং দ্বিতীয় দ্বৈতে বাংলাদেশের জান্নাত হাওলাদার ২-৬ ৬-৪, ৬-৩ গেমে নেপালের ধোজে অনুশ্রীকে পরাজিত করে, ফলে দ্বৈতের খেলা বাকি থাকতেই বাংলাদেশ বালিকা দল ২-০ ম্যাচে নেপালের বিরুদ্ধে জয় লাভ করে।

 

একুশে সংবাদ/এস কে

 

 

Link copied!