AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:১৩ পিএম, ৫ মে, ২০২৪

২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা

বাংলাদেশের মাটিতে গড়াবে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এই টুর্নামেন্টটি মাঠে গড়াবে আগামী ৩ অক্টোবর থেকে।


রোববার (৫ মে) দুপুরে বিশ্বকাপের নবম আসরের সূচি প্রকাশ করা হয়। সূচি প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডিস। এছাড়া ভারত ও বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর এবং নিগার সুলতানা জ্যোতি।

৩ অক্টোবর দুটি ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর। ফাইনাল হবে ২০ অক্টোবর। উদ্বোধনী ম্যাচে বিকেল ৩টায় মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। আর সন্ধ্যা ৭টায় মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। তবে টাইগ্রেসদের প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি। কোয়ালিফাই করে আসা দ্বিতীয় দলের বিপক্ষে খেলতে হবে জ্যোতিদের।

মোট ১০টি দল অংশ নিবে এবারের বিশ্বকাপে। দুটি গ্রুপে ভাগ হয়ে ম্যাচ হবে সব মিলিয়ে ২৩টি। বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। 

গ্রুপ ‘এ’ তে থাকা দলগুলো: অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও কোয়ালিফায়ার প্রথম দল।

গ্রুপ ‘বি’ তে থাকা দলগুলো: দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ  ও কোয়ালিফায়ার দ্বিতীয় দল।
 

একুশে সংবাদ/এনএস

Link copied!