AB Bank
ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আইপিএলে মুস্তাফিজের পারফরম্যান্স নিয়ে প্রধান নির্বাচক যা বললেন


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৩:২৯ পিএম, ১৭ এপ্রিল, ২০২৪
আইপিএলে মুস্তাফিজের পারফরম্যান্স নিয়ে প্রধান নির্বাচক যা বললেন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে বল হাতে দারুণ ছন্দে আছেন কাঁটার মাষ্টার মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে ১০ উইকেট শিকার করেছেন তিনি।  টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকাতে ওপরের দিকেই রয়েছেন মুস্তা।  

এবারের আইপিএলে মুস্তাফিজের অনাপত্তিপত্র দেয়া হয়েছিল ৩০ এপ্রিল পর্যন্ত। পরবর্তীতে তাকে আরো একদিন বেশি থাকার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১ মে নিজেদের দশম ম্যাচ খেলতে নামবে চেন্নাই। পাঞ্জাব কিংসের বিপক্ষে অনুষ্ঠিতব্য ওই ম্যাচটিতে খেলতে পারবেন মুস্তাফিজ।

সব ঠিক থাকলে সে ম্যাচটি খেলে ২ মে বাংলাদেশে ফিরবেন মুস্তাফিজ। আইপিএলে এ পেসারের খেলা প্রসঙ্গে জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন বলেন, ‘বিশেষ উদ্দেশ্য থেকেই মুস্তাফিজকে নিয়েছে চেন্নাই। ওদের নিজেদের উইকেটে কার্যকরী হবে ভেবেই ওকে নেয়াটা দারুণ এক সিলেকশন ছিল।’

তিনি আরো বলেন, ‘সবাই মুস্তাফিজের রিস্ট ওয়ার্ক নিয়ে কথা বললেও চেন্নাইয়ের উইকেটে যে ওর বল গ্রিপ করছে, সেটি নিয়ে খুব কমই কথা হচ্ছে। সব জায়গায়, বিশেষ করে বিশ্ব আসরে এ রকম উইকেট পাওয়ার নিশ্চয়তা নেই। মুস্তাফিজ সব জায়গাতেই একই রকম ধারালো হবে না হয়তো।’

 

একুশে সংবাদ/এস কে

Link copied!