AB Bank
ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তামিমের বিষয়ে যা বললেন শান্ত


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১২:২০ পিএম, ১৬ এপ্রিল, ২০২৪
তামিমের বিষয়ে যা বললেন শান্ত

অনেক দিন ধরে জাতীয় দলের বাইরে আছেন তামিম ইকবাল। সর্বশেষ গত বছর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে মাঠে নেমেছিলেন তিনি। এরপর জাতীয় দলের হয়ে আর ক্রিকেট খেলা হয়নি তার। কিন্তু কবে ফিরবেন তামিম, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। দেশসেরা এই ওপেনারের ফেরা নিয়ে এবার কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সোমবার ডিপিএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল তামিম ইকবালের প্রিমিয়ার ব্যাংক ও শান্তর আবাহনী। ম্যাচ শেষে ড্রেসিংরুমে লম্বা সময় ধরে বৈঠক করেন তারা দুজন।

এদিন বৈঠক শেষে অবশ্য অধিনায়ক শান্তু খোলাসা করেননি কি কথা হয়েছে তাদের। তিনি বলেন, ‘এটা আমার আর তামিম ভাইর মধ্যেই থাক। আমি এমনি নরমালি একটু আড্ডা দিয়েছি। ওইরকম যদি কিছু হয় আপনারা জানতে পারবেন।’

তামিম ফিরলে তা সুবিধাজনক হবে কিনা এমন প্রশ্নের জবাবে শান্ত জানিয়েছেন, ‘ভালো তো লাগবে। তামিম ভাইর মতো খেলোয়াড় দলে থাকলে অবশ্যই জুনিয়রদের অনেক সাহায্য হবে। উনার (তামিমের) যে অভিজ্ঞতা আছে, উনি থাকলে তো অবশ্যই দলের অনেক সুবিধা হয়। জুনিয়র প্লেয়াররা অনেক শিখতে পারে। এই মুহূর্তে এটা নিয়ে আসলে লম্বা চিন্তা করা মুশফিল। যখন এটা নিয়ে আলোচনা হবে তখন আপনারা জানতে পারবেন।’

তামিমের ব্যাটিং নিয়ে টাইগার দলপতি বলেন, ‘আমার দেখাটা তো গুরুত্বপূর্ণ নয়। এটা নির্বাচকেরা দেখবেন। আমি খেলোয়াড় হিসেবে ছোটবেলা থেকেই দেখে এসেছি। যখনই উনি ব্যাটিং করেন, উপভোগ করি। দুর্ভাগ্য যে আজ রান করতে পারেননি। কিন্তু ওভারঅল ডিপিএলে ভালো খেলেছেন। বিপিএলে ভালো ব্যাটিং করেছেন। প্রত্যেকটা ইনিংসই উপভোগ করেছি।’

 

একুশে সংবাদ/এস কে

 

 

 

 

Link copied!