অনেকটা অভিমান থেকে হঠাৎ করেই গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তামিম ইকবাল। যদিও পরবর্তীতে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে ফিরে আসেন তিনি। তবে জাতীয় দলে তামিম এখন ব্রাত্য।
ভবিষ্যতে টাইগারদের জার্সিতে অভিজ্ঞ এই ওপেনারকে পুনরায় দেখা যাবে কিনা সেটি নিয়েও রয়েছে সংশয়। এরই মধ্যে তামিমের অবসর ও অধিনায়কত্ব ছাড়া নিয়ে কথা বলেছেন জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে হাথুরু জানান, তামিম কেনো অবসর নিয়েছে সেটি তিনি এখনও জানেন না। এ প্রসঙ্গে টাইগারদের প্রধান কোচ বলেন, ‘কী ঘটেছিল? আমি এর আগে কিছুই জানতাম না। সত্যিকার অর্থে আমি এখনও জানি না কেন সে এমন (অবসর) সিদ্ধান্ত নিয়েছিল।’
দলের চেয়ে ব্যক্তি বড় নয় সেটি মনে করিয়ে দিয়ে হাথুরুসিংহে বলেন, ‘তামিম অবসর নিয়ে নিলো এবং ব্যাপারটা এমন পর্যায়ে চলে গিয়েছিল যেখানে আমাদের কিছুই করার ছিলো না। আমি সবসময়ই বলে আসছি দলের চেয়ে কেউ বড় নয়।’
হাথুরু আরও বলেন, ‘যদি অধিনায়ক বদলের মতো ঘটনা ঘটে তাহলে এটি নিঃসন্দেহে প্রস্তুতিতে ব্যাঘাত ঘটাবে। বিশ্বকাপের আগে এমন ঘটনা পুরো দলে অবশ্যই কিছু প্রভাব ফেলে। এটি কেবল আমার কোনো সিদ্ধান্ত নয়। এটি নেতৃত্ব বেছে নেওয়ার সিদ্ধান্ত।’
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :