AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অশ্বিনের ভুলে ৫ রান পেল ইংল্যান্ড


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:২৭ পিএম, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪

অশ্বিনের ভুলে ৫ রান পেল ইংল্যান্ড

রাজকোটে চলছে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট। যেখানে ভারতের ইনিংসের মাঝেই ৫ রান করে ফেলল ইংল্যান্ড। অশ্বিনের ভুলে সেই রান পেয়ে গেল তারা।শুক্রবার সকালে শুরুতেই রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদবের উইকেট হারায় ভারত। অশ্বিন এবং জুরেল দলকে এগিয়ে নিতে থাকেন। এ সময় অশ্বিন পিচের ভুল জায়গা দিয়ে দৌড়ানোর খেসারত দিতে হল ভারতকে।

শুক্রবার রেহান আহমেদের ওভারে ঘটনাটি ঘটে। ইংরেজ স্পিনারের বল কভারের দিকে ঠেলে দিয়ে রান নিতে যান অশ্বিন। কিন্তু নন স্ট্রাইকার ধ্রুব জুরেল তাকে ফেরত পাঠিয়ে দেন। এ সময় অশ্বিন পিচের মাঝখান দিয়ে দৌড়ে যান।

আম্পায়ার জোয়েল উইলসন তখন অশ্বিনের সঙ্গে কথা বলেন। এরপরেই তিনি ৫ রান পেনাল্টির নির্দেশ দেন। এই রান ভারতের মোট রান থেকে কাটা হবে না। কিন্তু ইংল্যান্ড যখন ব্যাট করতে নামবে, তখন তারা ৫ রান স্কোর বোর্ডে নিয়েই নামবে।

অর্থাৎ, ভারত যে রানই করুক তার থেকে ৫ রান কম করলেই ইংল্যান্ড সেই রান ছুঁয়ে ফেলবে। ভারতের প্রথম ইনিংসে সংগ্রহ করেছে ৪৪৫ রান। ইংল্যান্ড দল ৪৩৯ রান তুললেই ভারতের সমান রান গণনা হবে।

অশ্বিনকে একেবারেই সেই ঘটনায় খুশি দেখায়নি। তিনি বারবার আম্পায়ারের সঙ্গে কথা বলেন। তাকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু অশ্বিনের কথায় কাজ হয়নি। আম্পায়ার ৫ রান পেনাল্টির সিদ্ধান্তে স্থির থাকেন।

পপিং ক্রিজের সমান্তরালে প্রায় ৫ ফুট বা ১.৫২ মিটারকে ধরা হয় সুরক্ষিত অঞ্চল। অনেক সময় ব্যাটাররা ইচ্ছে করে এই জায়গাটায় বুট মাড়িয়ে যান, যাতে পরে বল করার সময় পিচ কিছুটা ভাঙা থাকে।

আইসিসির ৪২.১৪ এর আইন অনুযায়ী, কোনো ব্যাটার বা ফিল্ডার পিচের ঠিক মাঝখান দিয়ে দৌড়োলে বা পিচের কোনো ধরনের ক্ষতিসাধনের চেষ্টা করলে বিপক্ষ দল ৫ রান পেনাল্টি পাবে।


একুশে সংবাদ/এস কে 

Link copied!