পাকিস্তান ক্রিকেট দল নিউজিল্যান্ডে কিছুতেই সুবিধা করতে পারছে না। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে টানা দুই ম্যাচেই হারের তেতো স্বাদ পেয়েছে তারা। এতে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে আছে তারা। দল হারের বৃত্তে ঘুরপাক খেলেও ব্যাট হাতে নতুন কীর্তি গড়েছেন দেশটির ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।
রোববার হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি ছয়ের রেকর্ড নিজের দখলে নিয়েছেন রিজওয়ান। এদিন ইনিংসের প্রথম বলেই ছক্কা হাঁকান তিনি। আর ওই একটি ছক্কাতেই সবাইকে ছাড়িয়ে শীর্ষে আরোহণ করলেন এ উইকেটরক্ষক-ব্যাটার।
পাকিস্তানের হয়ে ৮৭ ম্যাচের ৭৫ ইনিংসে রিজওয়ানের ছক্কার সংখ্যা বেড়ে হয়েছে ৭৭। এতে পেছনে পড়ে গেছেন মোহাম্মদ হাফিজ। জাতীয় দলে খেলা ১১৯ ম্যাচের ১০৮ ইনিংসে তিনি মেরেছেন ৭৬ ছয়।
পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় মারার তালিকায় তিনে আছেন শহীদ আফ্রিদি। তিনি ৯৮ ম্যাচের ৯০ ইনিংসে হাঁকিয়েছেন ৭৩ ছক্কা। শোয়েব মালিক ১২৩ ম্যাচের ১১০ ইনিংসে ৬৯ ছক্কা নিয়ে আছেন চারে। পাঁচে অবস্থান করা বাবর আজমের ১০৬ ম্যাচের ১০০ ইনিংসে রয়েছে ৫৭ ছয়।
একুশে সংবাদ/এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

