অস্ট্রেলিয়ার মাটিতে টানা ১৭টি টেস্ট ম্যাচ হেরেছে পাকিস্তান। সদ্য সমাপ্ত তিন ম্যাচের টেস্ট সিরিজে হয়েছে ধবলধোলাই। এর আগে প্রায় প্রতি সফরেই অসহায় আত্মসমর্পণ করেছিল মেন ইন গ্রিনরা। তবে এবারের সফর কিছুটা হলেও ছিল ব্যতিক্রম।
মেলবোর্নে পাকিস্তান লড়াই করেছে। পরিস্থিতিও ছিল ম্যাচ জয় করার মতোই। কিন্তু মোহাম্মদ রিজওয়ানের বিতর্কিত আউট আর পরবর্তীতে দলের নির্ভরশীল ব্যাটারদের ব্যর্থতা তাদেরকে ডুবিয়েছে। সিডনিতেও মেন ইন গ্রিনদের ছিল একই সমস্যা। লিড পেয়েও নিজেদের ব্যাটিং ব্যর্থতায় ডুবতে হয়েছে তাদের।
পুরো সিরিজেই পাকিস্তানের ব্যাটাররা মোটাদাগে ব্যর্থ। সেই সঙ্গে ছিল ক্যাচ মিসের মহড়া। আবার সুযোগ পেয়েও অনেকটা সময় নিজেদের দোষেই সেসব ধরে রাখতে পারেননি দলের ক্রিকেটাররা। সবকিছু ছাপিয়ে দলের কোচ মোহাম্মদ হাফিজ মনে করেন, হোয়াইটওয়াশ তাদের প্রাপ্য ছিল না।
হাফিজ বলেন, ‘দল হিসেবে আমাদের জন্য কিছু ভালো মুহূর্ত ছিল। কিন্তু আমরা সেটা লুফে নিতে পারিনি। ৩-০ ব্যবধানে হার আমাদের প্রাপ্য না। দল হিসেবে এই সিরিজে কিছু জিনিস আমরা সত্যিই ভালো করেছি। কিন্তু খেলার গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা জিততে পারিনি।’
আক্ষেপ করে তিনি আরো বলেন, ‘খেলার এমন কিছু মুহূর্ত ছিল যেগুলো আমাদের লুফে নেয়া উচিত ছিল। কারণ এগুলো পার্থক্য গড়ে দিতো। বিশেষ করে মেলবোর্নে যখন তারা ১৬ রানে ৪ উইকেট ছিল তখন। সেটা লুফে নিতে পারলে পরিস্থিতিটা অন্য রকম হতে পারতো। কিন্তু তারা সেটাকে তিনশর উপরে নিয়ে গেছে।’
ক্যাচ মিস প্রসঙ্গে হাফিজ বলেন, ‘আমরা বেশ কিছু ক্যাচ ছেড়েছি। সাইম আইয়ুবের হাতে মিচেল মার্শ জীবন পায়। আমরা এসব ক্যাচ মিস করতে পারি না। আমরা ম্যাচ জয়ের মুহূর্ত হাত ছাড়া করেছি। এটা (ফিল্ডিং) আমাদের দলের নেতিবাচক দিক। এটি নিয়ে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে।’
একুশে সংবাদ/এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

