নতুন বছরের প্রথম মাসে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে আর্ন্তজাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ২০২৩ সালের বর্ষসেরা (পুরুষ) পুরস্কারে মনোনয়ন পেয়েছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও উসমান খাজা এবং ইংল্যান্ডের জো রুট।
২০১৬ সালে বর্ষসেরা পুরস্কার জিতেছিলেন অশ্বিন। রুট জিতেছিলেন ২০২১ সালে। দুজনই দ্বিতীয়বার বর্ষসেরা হওয়ার দৌড়ে। উসমান খাজা আগেরবারও বর্ষসেরার মনোনয়নে ছিলেন। তবে জিততে পারেননি।
২০২৩ সালে টেস্টে দারুণ সময় কেটেছে অশ্বিনের। ৭ টেস্টে ৪১ উইকেট শিকার করেছেন এই অফস্পিনার। তিনি টেস্ট বোলারদের র্যাংকিংয়ে আছেন এক নম্বরে। ট্রাভিস হেড বছরে ১২ টেস্ট খেলে করেছেন ৯১৯ রান। অসি এই ওপেনার জিতেছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা এবং অ্যাশেজ।
তার স্বদেশি উসমান খাজা ১৩ টেস্টে করেছেন ১২১০ রান। তিনি টানা দ্বিতীয় বছর বর্ষসেরা পুরস্কারের মনোনয়ন পেয়েছেন। ইংল্যান্ডের ব্যাটিং স্তম্ভ জো রুটেরও বছরটা ভালো কেটেছে। ৮ টেস্টে করেছেন ৭৮৭ রান। বল হাতে নিয়েছেন ৮টি উইকেটও।
একুশে সংবাদ/এস কে