AB Bank
ঢাকা মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এবারের বিপিএলে থাকছে ডিআরএস


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৭:২৭ পিএম, ১২ ডিসেম্বর, ২০২৩
এবারের বিপিএলে থাকছে ডিআরএস

আগামী বছরের ১৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। ৭ দলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অনুষ্ঠিত হবে ৪৬ ম্যাচ। একই বছরের ১ মার্চ আসরের ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগের।

বিপিএলের সর্বশেষ আসরের শুরুতে ছিল না ক্রিকেটের অত্যাধুনিক প্রযুক্তি ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। যা নিয়ে হয়েছিল সব মহলে ব্যাপক সমালোচনা হয়েছিল। তবে দশম আসরের পুরোটা জুড়ে এ প্রযুক্তি থাকবে বলে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

মঙ্গলবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জালাল বলেন, ‘এমন কোনো সমস্যা হবে ইনশাআল্লাহ। ডিআরএসের সঙ্গে আমরা এরই মধ্যে চুক্তি করেছি। আগেই চুক্তি হয়ে গেছে। তারা এভেইলেবল।’


এদিকে ভালো মানের বিদেশি ক্রিকেটার পাওয়া নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। কারণ একই সময়ে মাঠে গড়াবে আরো ৫টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট।

বিষয়টি নিয়ে জালাল বলেন, ‘এটা তো ফ্র্যাঞ্চাইজিরা বলতে পারবে। অনেকগুলো টুর্নামেন্ট। অবশ্যই চ্যালেঞ্জ। ফ্র্যাঞ্চাইজিরা কার সঙ্গে চুক্তি করেছে জানি না। অনেকে খণ্ড খণ্ড হয়ে আসবে। ২-৩ ম্যাচ খেলে চলে যাবে, আবার আসবে, আবার নতুন কেউ আসবে। আমার মনে হচ্ছে ভালো খেলোয়াড়রাই আসবে।’

একুশে সংবাদ/এস কে

Link copied!