AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এএফসি কাপে সন্ধ্যায় মাঠে নামছে বসুন্ধরা কিংস


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১২:৫০ পিএম, ২৭ নভেম্বর, ২০২৩

এএফসি কাপে সন্ধ্যায় মাঠে নামছে বসুন্ধরা  কিংস

এশিয়ান ক্লাব ফুটবলে দ্বিতীয় মর্যাদাপূর্ণ আসর এএফসি কাপ। চলতি মৌসুমে এ আসরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছে ঘরোয়া লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। আজ সোমবার (২৭ নভেম্বর) ঘরের মাঠে মালদ্বীপের ক্লাব মাজিয়াকে আতিথেয়তা দেবে তারা। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

চলমান এএফসি কাপে ‘ডি’ গ্রুপে রয়েছে বসুন্ধরা কিংস। এবারের আসরে শুরুর ম্যাচে এই  মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশনের বিপক্ষে হেরে আসর শুরু করেছিল কিংস। মালেতে ক্লাবটির ঘরের মাঠে বিপক্ষে ৩-১ গোলে হেরে ছিল বাংলাদেশের চ্যাম্পিয়নরা। অ্যাওয়ে ম্যাচের পর এবার মাজিয়ার বিপক্ষে নিজেদের ঘরের মাঠে ঘুরে দাড়ানোর সুযোগ রয়েছে কিংসের। আজ কিংস অ্যারেনাতে প্রতিশোধ নেবার সুযোগ রয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নেদের সামনে। পয়েন্ট টেবিলে চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে কিংস। সমান পয়েন্ট নিয়েও হেড টু হেডে দ্বিতীয় স্থানে মোহনবাগান।

আজকের ম্যাচ নিয়ে কিংসের কোচ অস্কার ব্রুজন রোববার (২৬ নভেম্বর) সংবাদ সম্মেলনে বলেন, ‘কাল (আজ) আমাদের অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ। সবাই কাল ভালো করতে চাইছে। নিজেদের খেলাটা খেলতে চাইছে। ম্যাচটি সহজ হবে না। এই ম্যাচটির জন্য আমরা এক সপ্তাহ ধরে নিবিড় অনুশীলন করে যাচ্ছি। মাজিয়ার শক্তির দিক ছাড়াও দুর্বলতা খোঁজা হচ্ছে।’

সংবাদ সম্মেলনে আসেননি নিয়মিত অধিনায়ক রবসন রবিনহো। তার পরিবর্তে আসা মিডফিল্ডার সোহেল রানা বলেছেন, ‘এই মুহূর্তে আমরা গ্রুপে ভালো অবস্থানে আছি। কালকের (আজ) ম্যাচটা আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। আমরা যদি ম্যাচ জিতে যাই, তাহলে গোলের দিকটিও ভাবতে হবে।’
একুশে সংবাদ/এস কে 

Shwapno
Link copied!