AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৩০ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রতিপক্ষের জালে ফ্রান্সের ডাবল সেভেন নাপ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:৩৫ পিএম, ১৯ নভেম্বর, ২০২৩
প্রতিপক্ষের জালে ফ্রান্সের ডাবল সেভেন নাপ

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে গোলের রেকর্ড গড়েছে সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্স। শনিবার রাতে জিব্রাল্টারের বিপক্ষে গোল উৎসব করেছে সাবেক চ্যাম্পিয়ন দলটি। ১৪-০ গোলে জয় পেয়েছে ফ্রান্স। এই উৎসবে স্বাভাবিকভাবেই নেতৃত্ব দিয়েছেন কিলিয়ান এমবাপে। হ্যাটট্রিক করেছেন তিনি।

এ ম্যাচে হ্যাটট্রিকের সুবাদে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এমবাপে তৃতীয় স্থানে উঠে এসেছেন। ৭৪ ম্যাচে ৪৬ গোল এখন তার। তিনি পেছনে ফেলেছেন অ্যান্তোনিও গ্রিজমানকে। ৪৪ গোল গ্রিজমানের। এমবাপের ওপরে এখন আছেন ওলিভার জিরুদ (৫৬) ও থিয়েরি অঁরি (৫১)।

ম্যাচে ফ্রান্সের ৯ খেলোয়াড় গোল করেছেন। এমবাপে করেছেন হ্যাটট্রিক। জোড়া গোল করেছেন অলিভার জিরুদ ও কিংসলে কোমান। এছাড়া মার্কাস থুরাম, ওয়ারেন জাইরে ইমেরি, জোনাথন ক্লাউস, ইউসুফ ফোপানা, অড্রিয়েন র্যাবিয়ট ও ওসমানে দেম্বেলে।

‘বি’ গ্রুপে ফ্রান্স আগেই পয়েন্ট টেবিলের নেতৃত্ব দিচ্ছে। এ জয়ে তাদের অবস্থান আরো দৃঢ় হলো। ৭ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ২১। নেদারল্যান্ডস রয়েছে দ্বিতীয় স্থানে। তাদের পয়েন্ট ১৫। আর তৃতীয় স্থানে থাকা গ্রিসের পয়েন্ট ১২।

ইউরোপিয়ান বাছাই পর্বে যে কোনো দলের সবচেয়ে বড় ব্যবধানে জয় এটি। এর আগে এ রেকর্ড ছিল জার্মানির। ২০০৬ সালে সান মারিনোর বিপক্ষে ১৩-০ গোলে জয় পেয়েছিল। ফ্রান্সের ফুটবল ইতিহাসেও এটা সবচেয়ে বড় ব্যবধানে জয়।

একুশে সংবাদ/এস কে 

Link copied!