AB Bank
ঢাকা রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪, ১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

বিসিবির নতুন ওয়ানডে অধিনায়কের তালিকায় যাদের নাম


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৩:১২ পিএম, ১৩ নভেম্বর, ২০২৩
বিসিবির নতুন ওয়ানডে অধিনায়কের তালিকায় যাদের নাম

এশিয়া কাপের আগ মুহূর্তে তামিম ইকবাল নেতৃত্ব ছাড়ার পর পুনরায় বাংলাদেশ দলের দায়িত্ব নেন সাকিব আল হাসান। তার নেতৃত্বে বিশ্বকাপে অংশ নেওয়ার আগে দেশের একটি বেসরকারি টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব জানান, বিশ্বকাপ শেষেই অধিনায়কত্ব ছাড়বেন তিনি। অবশ্য বিশ্বকাপের পুরোটা জুড়েও বাংলাদেশের অধিনায়ক থাকা হয়নি সাকিবের।

ইনজুরির কারণে ভারত এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ মিস করেছেন তিনি। অবশ্য এর আগে থেকেই আলোচনায় আছে বাংলাদেশ দলের নতুন ওয়ানডে অধিনায়ক ইস্যু।

তবে ওয়ানডে অধিনায়কের পদটা যে খালি সেটা নিশ্চিত। নতুন অধিনায়ক বেছে নেওয়ার কাজটাও শীঘ্রই শেষ করতে হবে ক্রিকেট বোর্ডের। ডিসেম্বর মাসেই নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজ খেলতে যাবে টাইগাররা। সেখান থেকেই দায়িত্ব বুঝে নেবেন নতুন অধিনায়ক। আর নতুন অধিনায়ক হিসেবে জোয়ারে দুই জনের নাম রয়েছে। তারা হলেন মেহেদি হাসান মিরাজ আর নাজমুল হোসেন শান্ত। এ দুই দিকেই চোখ বোর্ড কর্তাদের।  

বিশেষ সূত্রে জানা গেছে, প্রথমে মিরাজের দিকে সুনজর থাকলেও শেষ পর্যন্ত নাজমুল হোসেইন শান্তর কাঁধেই উঠতে যাচ্ছে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব। তবে আনুষ্ঠানিকভাবে হয়তো নিউজিল্যান্ড সিরিজের আগেই ঘোষণা হতে পারে নতুন ওয়ানডে অধিনায়কের নাম। সেক্ষেত্রে মিরাজকে সহ-অধিনায়ক হিসেবেও দেখা যেতে পারে। 

দিনকয়েক আগে অধিনায়ক ইস্যুতে গণমাধ্যমে কথা বলেছিলেন বোর্ডের ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। বোর্ডের এই কর্তা সেদিন বলেছিলেন,  ‘নতুন অধিনায়কত্ব নিয়ে এখনো কিছু জানা নেই। ভাবা হচ্ছে আপাতত।’
একুশে সংবাদ/এস কে 

Link copied!