ডাচদের কাছে ৮৭ রানের লজ্জাজনক পরাজয়ের পর গণমাধ্যমের মুখোমুখি হন টাইগার অধিনায়ক সাকিব। সেখানে তিনি কথা বলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল ইস্যুতেও। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাকিবের কাছে জানতে চাওয়া হয়, বিশ্বকাপের আগে তামিম ইস্যু দলের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে কি না?
এই প্রশ্নের জবাবে টাইগার অধিনায়ক বলেন, ‘ফেলতেই পারে, অস্বাভাবিক কিছু না। ব্যক্তি বিশেষের মনের ভেতর কী আছে, এটা বলা মুশকিল। আপনি যেটা বলছেন সেটায় আমি অসম্মতি জানাচ্ছি না। ফেলতেই পারে।’
দলের এমন পারফরম্যান্সে বর্তমান দলকে বাংলাদেশ দল বলেও মনে হচ্ছে না সাকিবের কাছে। তিনি বলেন, ‘পুরো টুর্নামেন্ট জুড়েই আমরা সংগ্রাম করছি নিজেদের সঙ্গে। আমাদের মাথায় কি চলছে আমার জানা নেই। এই দলটিকে দেখে বাংলাদেশ দল মনে হচ্ছে না। সমর্থকরা আমদের ভালো ও খারাপ সময়ে সাথেই ছিল।’
তিনি আরো বলেন, ‘আমার মনে হয় নেদারল্যান্ডসকে ১৬০-১৭০ এর ভেতর আটকে রাখা উচিত ছিল। পুরো টুর্নামেন্ট জুড়েই আমরা ব্যাটিংয়ে খারাপ করছি। এর থেকে খারাপ আর হতে পারে না। এখান থেকে বের হওয়া কঠিন।’
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :