গলে চলমান টেস্টের চতুর্থ দিনে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ দল। একদিন আগেও যেখানে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল স্বাগতিক শ্রীলঙ্কার হাতে, সেখানে চতুর্থ দিনটি একপ্রকার নিজেদের করে নিয়েছে টাইগাররা—দুই বিভাগেই দেখিয়েছে দাপট।
দিনের শুরুতে ৪ উইকেটে ৩৬৮ রান নিয়ে মাঠে নামে শ্রীলঙ্কা। তবে বাংলাদেশি বোলারদের দৃঢ় নিয়ন্ত্রণে আর মাত্র ১১৭ রান যোগ করতেই গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। স্পিনার নাঈম হাসান তুলে নেন পাঁচ উইকেট, পেসার হাসান মাহমুদ নেন ৩টি এবং তাইজুল ইসলাম ও মুমিনুল হক শেয়ার করেন একটি করে উইকেট।
প্রথম ইনিংসে বাংলাদেশের ৪৯৫ রানের জবাবে লঙ্কানরা এগিয়ে যায় মাত্র ১০ রানে। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতে দুই উইকেট হারালেও ওপেনার সাদমান ইসলাম দৃঢ়তা দেখান। তুলে নেন তার টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ অর্ধশতক। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাকে দারুণভাবে সঙ্গ দেন।
দিন শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ১৭৭ রান, লিড দাঁড়িয়েছে ১৮৭ রানে। ম্যাচ এখন এমন জায়গায় দাঁড়িয়ে যেখানে বাংলাদেশের ওপরই রয়েছে নিয়ন্ত্রণ।
শেষ দিনে দ্রুত রান তুলে শ্রীলঙ্কার সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করানো এবং সময়মতো বোলিং শুরু করাই হতে পারে সফরকারীদের সম্ভাব্য পরিকল্পনা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

