AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আফগানদের বিপক্ষে ৪ উইকেট হারিয়ে চাপে নিউজিল্যান্ড


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:৩৯ পিএম, ১৮ অক্টোবর, ২০২৩
আফগানদের বিপক্ষে ৪ উইকেট হারিয়ে চাপে নিউজিল্যান্ড

ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়ছে আফগানিস্তান। যেখানে আগে ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে চাপে পড়েছে কিউইরা।

 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ২৭ ওভারে চার উইকেটে ১২৩ রান।


বুধবার চেন্নাইয়ে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী। আফগান বধের মিশনে এক পরিবর্তন নিয়ে মাঠে নামে নিউজিল্যান্ড। চোটের থাবায় ছিটকে যাওয়া কিউই দলপতি কেন উইলিয়ামসনের জায়গায় দলে ফিরেছেন উইল ইয়ং।


কিউইদের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ডেভন কনওয়ে ও উইল ইয়ং। ম্যাচের শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন তারা দুজন। এভাবে নির্বিঘ্নে ৬ ওভার কাটিয়ে দেয় এ জুটি। সপ্তম ওভারে আঘাত হানেন মুজিব উর রহমান।


মুজিবের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন কনওয়ে। আম্পায়ার প্রথমে আউট দেননি, ফলে রিভিউ নেয় আফগানিস্তান। এ সময় দেখা যায় বল স্ট্যাম্পে হিট করতো। তাই ২০ রানে ফিরতে হয় কনওয়েকে।


এরপর ক্রিজে আসেন রাচিন রবীন্দ্র। রানের খাতা খোলার আগেই মুজিবের বলে হাশমতউল্লাকে ক্যাচ দিয়েছিলেন তিনি। কিন্তু সেই সুযোগটি মিস করেন আফগান অধিনায়ক।


জীবন পেয়ে দেখেশুনে খেলছেন রবীন্দ্র। ম্যাচের ১৮তম ওভারের প্রথম বলে রশিদকে বাউন্ডারি হাঁকিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ৭ম ফিফটি তুলে নেন তিনি।


এর পরেই আসা-যাওয়ার মধ্যে ছিলেন কিউই ব্যাটাররা। ম্যাচের ২১তম ওভারে রাচিন রবীন্দ্র (৩২) ও উইল ইয়ং (৫৪) ফিরে যান। পরের ওভারেই উইকেট বিলিয়ে দেন ড্যারিল মিচেল।


রশিদ খানের বলে পুল করতে গিয়ে শর্ট মিডউইকেটে জাদরানের তালুবন্দী হন মিচেল। আউট হওয়ার আগে ১ রান করেন এ ব্যাটার।


নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়েছে কিউইরা। এখন গ্লেন ফিলিপসকে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন টম লাথাম।

একুশে সংবাদ/স ক 

Link copied!