বিশ্বকাপের ১৩তম আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় ইংলিশরা। এই সূচনাকে বেশিক্ষন স্থায়ী হতে দেয়নি কিউইরা। দুই ওপেনার জনি বেয়ারস্টো, দাভিদ মালান ও হ্যারি ব্রুকের উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরেন কিউইরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভারে ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১০১ রান তুলেছে ইংল্যান্ড। জো রুট ২৬ ও মঈন আলী ৫ রানে ব্যাট করছেন।
বৃহস্পতিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। কেন উইলিয়ামসন ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় কিউইদের নেতৃত্ব দিচ্ছেন তিনি।
ইংল্যান্ডের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। মুখোমুখি দ্বিতীয় বলেই ছক্কা হাঁকিয়ে এবারের বিশ্বকাপের রানের খাতা খোলেন বেয়ারস্টো। একই ওভারে চারও হাঁকান তিনি।
এরপর অবশ্য দেখে খেলতে থাকেন দুই ওপেনার। প্রথম পাঁচ ওভার নির্বিঘ্নেই কাটিয়ে দিয়েছেন দুজন। ম্যাচের অষ্টম ওভারের চতুর্থ বলে ম্যাট হেনরির বলে সাজঘরে ফেরেন ডেভিড মালান। আউট হওয়ার আগে ১৪ রান করেন তিনি।
পরে ক্রিজে আসেন জো রুট। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নেয়ার চেষ্টা করেন বেয়ারস্টো। কিন্তু উইকেটে থিতু হওয়ার পর স্যান্টনারের বলে ড্যারিল মিচেলের তালুবন্দী হন জনি।
তার বিদায়ে বাইশ গজে আসেন হ্যারি ব্রুক। উইকেটে এসেই মাঠের চারপাশ থেকে রান তুলতে থাকেন এ ডানহাতি। কিন্তু তরুণ রাবিন রবীন্দ্রর ঘূর্ণিতে পুল করতে গিয়ে ডেভন কনওয়ের তালুবন্দী হন।
এখন মঈন আলীকে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন অভিজ্ঞ জো রুট। রুট ২৯ ও মঈন ৮ রানে অপরাজিত আছেন।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা