AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্বকাপে যে দায়িত্ব পেলেন শচীন টেন্ডুলকার


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:২৩ পিএম, ৪ অক্টোবর, ২০২৩
বিশ্বকাপে যে দায়িত্ব পেলেন শচীন টেন্ডুলকার

দরজায় কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। বৃহস্পতিবার (৫ অক্টোবর) ১৩তম আসরের পর্দা উঠবে। প্রথম ম্যাচেই মাঠে নামবে গত বারের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এবারের বিশ্বকাপের জন্য ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে ‘গ্লোবাল অ্যাম্বাসেডর’ ঘোষণা করেছে আইসিসি। মঙ্গলবার (৩ অক্টোবর) এক বিবৃতিতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে।

 

বৃহস্পতিবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ শুরুর আগে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করবেন শচীন। একই সঙ্গে বিশ্বকাপ ট্রফির উন্মোচনও করবেন এ ভারতীয় কিংবদন্তি।


‘গ্লোবাল অ্যাম্বাসেডরের’ দায়িত্ব পাওয়ার পর নিজের অনুভূতি জানিয়েছেন শচীন। তিনি বলেন, ‘১৯৮৭ সালে বলবয় হিসেবে শুরু করে ছয়টি সংস্করণে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছি। বিশ্বকাপ সব সময়ই আমার হৃদয়ের বিশেষ এক স্থানে থাকবে। ২০১১ বিশ্বকাপ জয় আমার ক্রিকেট ক্যারিয়ারের সর্বোচ্চ গর্বের মুহূর্ত।’


বিশ্বকাপের রোমাঞ্চ দেখার জন্য উন্মুখ আছে বলে জানিয়েছেন শচীন। টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক বলেন, ‘২০২৩ বিশ্বকাপে তুমুল প্রতিদ্বন্দ্বিতার জন্য অপেক্ষায় রয়েছে বিশেষ দল ও খেলোয়াড়েরা। তাদের মতো এই দুর্দান্ত টুর্নামেন্টের রোমাঞ্চ উপভোগের জন্য আমিও উন্মুখ হয়ে আছি।’


ক্রিকেটের তিন ফরম্যাটে সেঞ্চুরির সেঞ্চুরি করা শচীনের প্রত্যাশা, ‘বিশ্বকাপের মতো বিখ্যাত ইভেন্টগুলো তরুণদের মনে স্বপ্নের বীজ বুনবে। আশা করি এবারের টুর্নামেন্টটি তরুণ ছেলে-মেয়েদের খেলাধুলা করতে এবং দেশের হয়ে সর্বোচ্চ স্তরে প্রতিনিধিত্ব করতে অনুপ্রাণিত করবে।’


শচীনের সঙ্গে এবারের বিশ্বকাপে অ্যাম্বাসেডর হিসেবে থাকছেন সাবেক আরো ৯ ক্রিকেটার। তারা হচ্ছেন  ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডস, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স, ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগ্যান, অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ, শ্রীলংকার স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন, নিউজিল্যান্ডের রস টেইলর, ভারতের সুরেশ রায়না ও নারী দলের সাবেক অধিনায়ক মিতালি রাজ এবং পাকিস্তানের মোহাম্মদ হাফিজ।

 

একুশে সংবাদ/স ক 

Link copied!