AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সেরা বোলারদের দলই বিশ্বকাপ জিতবে : শাদাব


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:৫৪ পিএম, ২ অক্টোবর, ২০২৩

সেরা বোলারদের দলই বিশ্বকাপ জিতবে : শাদাব

পাকিস্তানের স্পিন বোলিং অল রাউন্ডার শাদাব খান বলেছেন, ভারতের ব্যাটিং সহায়ক উইকেটে রান প্রতিরোধে সক্ষম শক্তিশালী বোলিং ইউনিট সম্পন্ন দলই এবারের ক্রিকেট বিশ্বকাপের শিরোপা জয় করবে।

 

বর্তমানে মিডল ওভারে উইকেট সংগ্রহে ব্যর্থতার কারণে সমালোচনার মধ্যে রয়েছে ২৪ বছর বয়সী এই স্পিনারের নেতৃত্বাধীন পাকিস্তানের স্পিন আক্রমন। গত মাসে অনুষ্ঠিত এশিয়া কাপে ৫ ম্যাচে অংশ নিয়ে মাত্র ছয়টি উইকেট শিকার করেছেন শাদাব। এর মধ্যে চারটিই দূর্বল প্রতিপক্ষ নেপালের বিপক্ষে। ওই আসরে সুপার ফোর পর্ব থেকেই বিদায় নেয় পাকিস্তান। তবে বৃহস্পতিবার শুরু হতে যাওয়া বিশ্বকাপে পাকিস্তানের বোলিং স্বরূপে ফিরবে বলে আশা করছেন শাদাব।

 

রোববার এক সংবাদ সম্মেলনে শাদাব বলেন, ‘আমার মনে হয় সেরা বোলিং সম্পন্ন দলই এবার বিশ^কাপ জয় করবে। কারণ টুর্নামেন্টের এই পিচে প্রচুর রান আসবে।’

 

গত শুক্রবার বিশ্বকাপের প্রথম অনুশীলন ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরে গেছে পাকিস্তান। দ্বিতীয় গা গরমের ম্যাচে অস্ট্রেলিয়ার মোকাবেলা করবে পাকিস্তান। আগামী মঙ্গলবারের ওই ম্যাচটিও অনুষ্ঠিত হবে হায়দারাবাদে। তিনদিন পর ওই ভেন্যুতেই নেদারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশনে নামবে পাকিস্তান।

 

কাঁধের ইনজুরির কারণে সম্মুখভাগের পেসার নাসিম শাহ ছিটকে গেলেও দল হিসেবে পাকিস্তানের আক্রমনভাগ এখনো বিশ্বমানের বলে দাবী করেন শাদাব। তিনি বলেন, ‘এটি ঠিক যে নাসিমকে পাওয়া যাবে না, কিন্তু আমাদের বোলাররা বিশ^মানের। সুতরাং আমরা যদি বোলিংয়ে ভালো পারফর্ম করি তাহলে সেরা ফল অর্জন করতে পারব।’

 

৬৪টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে ৮৮ উইকেট নেয়া লেগ ব্রেক বোলার শাদাব নিজেও সাত সপ্তাহের এই বিশ্বকাপে সেরাটা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, ‘হয়তো মানসিক একটি বাঁধা ছিল। তবে এখন সেটি থাকবে না। নতুন ভাবে আমি খেলা শুরু করেছি। ’

 

বুধবার কড়া নিরাপত্তায় হায়দারাবাদে পৌঁছানোর পর থেকে আতিথেয়তায় মুগ্ধ শাদাব বলেন, ‘আমরা দারুন অভ্যর্থনা পেয়েছি। হোটেলে আগত লোকজন আমাদের যে আতিথেয়তা দিয়েছে তাও ছিল দুর্দান্ত। খাবার গুলো ছিল মজাদার। আমার আশংকা এভাবে খেতে থাকলে আমাদের ওজন সীমানা ছাড়িয়ে যাবে। আহমেদাবাদে ভারতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতার সময়ও আতিথেয়তা পাব বলে আশা করছি।’

 

আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে দুই দলের হাই ভোল্টেজ বিশ্বকাপ ম্যাচ।

 

একুশে সংবাদ/স ক 

Shwapno
Link copied!