AB Bank
ঢাকা সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আফগানিস্তান দলে ফিরলেন রশিদ-শাহজাদ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৮:০৬ পিএম, ২ জুলাই, ২০২৩
আফগানিস্তান দলে ফিরলেন রশিদ-শাহজাদ

রশিদ খান-মোহাম্মদ শাহজাদকে ফিরিয়ে এনে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষনা করেছে আফগানিস্তান  ক্রিকেট বোর্ড(এসিবি)।  টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দিবেন রশিদ।

 

গেল মাসে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে বিশ্রামে ছিলেন রশিদ। হাসমতুল্লাহ শাহিদির নেতৃত্বে বাংলাদেশের বিপক্ষে আসন্ন  তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলেও ফিরেছেন রশিদ।

 

২০২১ সালের নভেম্বরে টি-টোয়েন্টি বিশ^কাপের পর দল থেকে বাদ পড়েন শাহজাদ। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরলেন ৭০টি টি-টোয়েন্টিতে ১টি সেঞ্চুরি ও ১২টি হাফ-সেঞ্চুরিতে ২০১৫ রান করা শাহজাদ। এছাড়াও দলে ফিরেছেন হজরতুল্লাহ জাজাই। এ বছর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে সুযোগ পাননি তিনি। দলে আছে সাবেক অধিনায়ক মোহাম্মদ নবি ও নাজিবুল্লাহ জাদরান।

 

দলে নতুন মুখ পেসার ওয়াফাদার মোমান্দ। ২টি টেস্ট খেলার অভিজ্ঞতা আছে তার। দলে জায়গা পেয়েছেন গত মার্চে শারজাহতে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হওয়া ওপেনার সেদিকুল্লাহ আতাল।

 

আগামী ১৪ ও ১৬ জুলাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে বাংলাদেশ-আফগানিস্তানের টি-টোয়েন্টি সিরিজ।

 

আফগানিস্তান টি-টোয়েন্টি দল : রশিদ খান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, হযরতুল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবি, নাজিবুল্লা জাদরান, সাদিক আতাল, করিম জানাত, আজমতুল্লাহ ওমরজাই, ফজলহক ফারুকি, নাভিন উল হক, ওয়াফাদার মোমান্দ, ফরিদ আহমেদ মালিক, নুর আহমেদ ও মুজিব উর রহমান।

 

একুশে সংবাদ/স ক 

Link copied!