AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিসিবির ২৫ সদস্যের হাই পারফরম্যান্স দল ঘোষণা


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৫:১৯ পিএম, ২০ মে, ২০২৪
বিসিবির ২৫ সদস্যের হাই পারফরম্যান্স দল ঘোষণা

একটি দেশের জাতীয় দলের পাইপলাইন হিসেবে আরো যে কয়টি দল থাকে, সেগুলোর একটি হাইপারফরম্যান্স ইউনিট। যাকে এইচপি দলও বলা হয়। সম্প্রতি নতুন এইচপি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে অনূর্ধ্ব-১৯ জাতীয় দল মাতানো ক্রিকেটারের সংখ্যাই বেশি।

ডেভিড হেম্প বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হওয়ার পর থেকেই  (এইচপি দল) প্রধান কোচ শূন্য অবস্থায় আছে। এই পদের দায়িত্ব নিতে সম্প্রতি সাক্ষাৎকার দিয়েছেন অস্ট্রেলিয়ার নাথান হ্যারিজ ও জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার ডিওন ইব্রাহিম।

এছাড়া কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করলেও দক্ষিণ আফ্রিকার হেনরিখ মালান সময় বের করতে পারছেন না। বর্তমানে আয়ারল্যান্ড জাতীয় দলের সঙ্গে আছেন তিনি। জানা গেছে, হ্যারিজ ও ইব্রাহিমের মধ্যে থেকে একজনকে এইচপি ইউনিটের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হতে পারে।

সময়স্বল্পতার কারণে প্রধান কোচ ছাড়াই এইচপির ক্যাম্প শুরু হচ্ছে। আজ বিকেলে ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের রিপোর্টিং করার কথা। আগামীকাল মিরপুরে শুরু হবে ফিটনেস ট্রেনিং। যা চলবে ১৪ জুন পর্যন্ত। ঈদের পর ২১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত হবে স্কিল ক্যাম্প।

এইচপিতে ডাক পেয়েছেন যারা:

ওপেনার ব্যাটার: মাহফিজুর ইসলাম, আশিকুর রহমান শিবলি, জিসান আলম, হাবিবুর রহমান শিবলি, আব্দুল্লাহ আল মামুন, প্রান্তিক নওরোজ নাবিল, খালিদ হাসান।

মিডল অর্ডার ব্যাটার: আরিফুল ইসলাম, এসএম মেহরুব হাসান, আইচ মোল্লাহ, আহরার আমিন, শিহাব জেমস, অমিত হাসান, প্রীতম কুমার।

অলরাউন্ডার: মাহফুজুর রহমান রাব্বি, শেখ পারভেজ জীবন।

স্পিনার: রাকিবুল হাসান, ওয়াসি সিদ্দিকি, মেহেদী হাসান, নাঈম হোসেন সাকিব।

পেসার: রুয়েল মিয়া, রিপন মণ্ডল, আশিকুর জামান, রোহানাত দৌল্লা বর্ষণ।

একুশে সংবাদ/এস কে  

Link copied!