সৌদি প্রো লিগের ক্লাব আল ইত্তিহাদে পাড়ি দিয়েছেন করিম বেনজেমা। অবশ্য হুট করে সিদ্ধান্ত নিয়েই এমনটি করেছেন তিনি। বিষয়টি নিয়ে নানা মহলে আলোচনা হলেও সৌদিতে যাওয়ার কারণ জানিয়েছেন এ ফরাসি স্ট্রাইকার।
রিয়াল মাদ্রিদের সঙ্গে আগামী ২০২৪ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ ছিল বেনজেমার। তবে হঠাৎই ক্লাবটির সঙ্গে দীর্ঘ ১৪ বছরের সম্পর্কের ইতি টেনে সৌদি ক্লাবে যোগ দিয়েছেন ব্যালন ডি’অর জয়ী এই তারকা।
তিন বছরের চুক্তিতে সৌদি প্রো লিগের চ্যাম্পিয়ন দলে যোগ দিয়েছেন ৩৫ বছর বয়সী বেনজেমা। ক্লাবটির হয়ে বছরে ২০ কোটি ইউরো করে পাবেন তিনি।
তবে অর্থ নয় ভিন্ন কারণেই রিয়াল মাদ্রিদের মতো ক্লাব ছেড়ে সৌদি আরবে গেছেন বেনজেমা। কারণটা ঠিক কি? বেনজেমা বলেন, নিজে মুসলিম হওয়ার কারণে মুসলিম দেশকে তিনি বেছে নিয়েছেন।
নতুন ক্লাবে যোগদানের প্রসঙ্গে বেনজেমা বলেন, ‘আল ইত্তিহাদ কেন? কারণ, এটা সৌদি আরবের শীর্ষ ক্লাবগুলোর একটি। এ ক্লাবের সমর্থকদের অনেক আবেগ এবং ক্লাবটির অনেক ট্রফিও আছে। আর সৌদি আরব কেন? কারণ, আমি মুসলিম এবং এটা একটা মুসলিম দেশ। আমি সব সময় এমন একটা দেশে থাকতে চেয়েছি।’
আল ইত্তিহাদকে দেওয়া এক সাক্ষাৎকারে বেনজেমা বলেছেন, ‘এই কিংবদন্তিতুল্য ক্লাবে যোগ দিতে পেরে আমি খুবই আনন্দিত। অবশ্যই এটা আমার জন্য নতুন চ্যালেঞ্জ এবং জীবনটাও নতুন। আমি অনুশীলন শুরুর জন্য উন্মুখ হয়ে আছি।’
একুশে সংবাদ.কম/সম



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

