AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কলিন্দ্রেসের হ্যাটট্রিকে জিতল আবাহনী


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:৫৬ পিএম, ১৪ এপ্রিল, ২০২৩

কলিন্দ্রেসের হ্যাটট্রিকে জিতল আবাহনী

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয় পেয়েছে ঢাকা আবাহনী। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে পুরান ঢাকার দল রগমতগঞ্জকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। দলের পক্ষে হ্যাটট্রিক করেন কোস্টারিকার ফরোয়ার্ড দানিয়েল কলিন্দ্রেস। বাকি একটি গোল করেন নাবীব নেওয়াজ জীবন।

কুমিল্লার এই মাঠটি আবাহনীর কাছে ঘরের মাঠ হিসাবে পরিচিত। তাছাড়া তাপমাত্রা বেশি থাকায় খেলার উপর কিছুটা প্রভাব পড়েছে।


খেলার ১৭ মিনিটে কলিন্দ্রেসের গোলে এগিয়ে যায় আবাহনী (১-০)। গোলটি আসে পেনাল্টি থেকে। ডি-বক্সের মধ্যে ফাউলের শিকার হন কোস্টারিকান ফরোয়ার্ড। সঙ্গে সঙ্গে ফাউলের বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে দলে এগিয়ে নেন কলিন্দ্রেস। বাকি সময়ে গোল না হওয়ায় লিড রেখে বিরতি যায় আবাহনী।

 

বিরতির পর দলের ব্যবধান দ্বিগুন করেন জীবন (২-০)। খেলার ৫৮ মিনিটে গোল করেন তিনি। খেলার ৭৯ মিনিটে দলের তিন নম্বর গোলটি করেন কলিন্দ্রেস (৩-০)। তারপর যোগ করা সময়ে রহমতগঞ্জের জালে শেষ আঘাত করে হ্যাটট্রিক করেন কলিন্দ্রেস (৪-০)।


এই জয়ে ১২ ম্যাচে আবাহনীর সংগ্রহ ২৭ পয়েন্ট। পয়েন্ট টেবিলে ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বসুন্ধরা কিংস। হারের পর পুরান ঢাকার দল রহমতগঞ্জের সংগ্রহ ১০ পয়েন্ট।

 

একুশে সংবাদ.কম/ডে বা/সম             
 

Link copied!