AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:২৮ পিএম, ১৯ মার্চ, ২০২৩
কালই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ

টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচেই আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করতে চায় স্বাগতিক বাংলাদেশ।

 

সোমবার (২০ মার্চ) দুপুর ২টায় শুরু হওয়া ম্যাচটি টি স্পোর্টস চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।

 

প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে হেসেখেলেই জয় তুলে নেয় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৩৩৮ রান তুলে বাংলাদেশ। নিজেদের ওয়ানডে ইতিহাসে এটিই সর্বোচ্চ দলীয় রান টাইগারদের। জবাবে ৩০ দশমিক ৫ ওভারে মাত্র ১৫৫ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। এতে ১৮৩ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে নেয় তামিম-সাকিবরা। ওয়ানডে ফরম্যাটে রান বিবেচনায়  এটিই সবচেয়ে বড় ব্যবধানে জয় বাংলাদেশের।  

 

পুরো ম্যাচের মধ্যে শুধুমাত্র প্রথম ১০ ওভারে পেসারদের সুইংকে কাজে লাগিয়ে ভালো অবস্থায় ছিলো আয়ারল্যান্ড। পরবর্তীতে ম্যাচের লাগাম নিয়ে নেয় গত আট বছর ধরে ঘরের মাঠে দুর্দান্ত পারফরমেন্স করা বাংলাদেশ। এই সময় মাত্র দু’টি সিরিজে হারে তারা। দু’টি সিরিজ হারই ছিলো ইংল্যান্ডের বিপক্ষে।

 

তৃতীয়বারের মত দ্বিপাক্ষিক সিরিজে এবার মুখোমুখি  বাংলাদেশ ও আয়ারল্যান্ড। ২০০৮ সালে তিন ম্যাচের সিরিজে আইরিশদের হোয়াইওয়াশ করেছিলো বাংলাদেশ। ২০১০ সালে আয়ারল্যান্ডের মাটিতে তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করেছিলো টাইগাররা। ঐ সিরিজের একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিলো।

 

সব মিলিয়ে এখন পর্যন্ত ১১টি ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এরমধ্যে বাংলাদেশের জয় ৮টিতে, আয়ারল্যান্ডের জয় ২টিতে।

 

সাম্প্রতিক ফর্ম এবং শক্তি বিচারে এক ম্যাচ বাকি রেখে সিরিজ জয় নিশ্চিতের পথেই আছে বাংলাদেশ।

 

তবে আগামী ওয়ানডে বিশ্বকাপকে মাথায় রেখে পর্যাপ্ত বিকল্প তৈরি করতে এই সিরিজে খেলোয়াড়দের ঘুড়িয়ে-ফিরিয়ে খেলানোই মূল লক্ষ্য বাংলাদেশের। প্রথম ওয়ানডেতে অভিষেক ম্যাচে ৯২ রানের ইনিংস খেলে দলের আস্থার প্রতিদান দিয়েছেন তাওহিদ হৃদয়। অভিষেক ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংসের মালিক বনে যান হৃদয়।

 

নিজেকে প্রমান করার সময় এসেছে আরেক ব্যাটার ইয়াসির আলির। সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমানের অপেক্ষায় থাকা  ইয়াসির এখনও প্রতিভার ঝলক দেখাতে পারেননি।

 

আজ বিশ্রাম ছিলো বাংলাদেশ দলের। এই ছুটিতে নিজের বিশ্ববিদ্যালয় (আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ-এআইইউবি) সমাবর্তনে যোগ দিতে ঢাকায় ফিরেন প্রথম ম্যাচে ৯৩ রান ও ১ উইকেট নেয়া দলের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। সমাবর্তন অনুষ্ঠানে বিবিএ ডিগ্রি গ্রহণ করেন করেন সাকিব।

 

অন্য দিকে প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে লজ্জাজনক হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুড়ে দাঁড়ানোর লক্ষ্য আয়ারল্যান্ডের। দ্বিতীয় ওয়ানডেটি আইরিশদের জন্য ‘ডু অর ডাই’ ম্যাচে রুপ নিয়েছে।

 

প্রথম ম্যাচের পর আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু বলবির্নি বলেছিলেন, ‘ম্যাচের অর্ধেক সময়েও আমরা খুব বেশি হতাশ ছিলাম না। যখন আমরা ব্যাটিং করতে নামি তখনও উইকেট ভালো ছিলো। তারপর আমরা ৪-৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যাই। অভিজ্ঞতার অভাব ছিলো-এটি অজুহাত হিসাবে দাঁড় করাতে চাই না আমরা। তবে তারা ছন্দে ছিলো এবং খুব ভাল খেলেছে।’

 

তিনি আরও বলেন, ‘তবে ভালো বিষয় হলো, আমরা সোমবার আরও একটি সুযোগ পাবো। আমরা প্রতিন্দ্বন্দিতা করতে চাই। প্রথম ম্যাচের চেয়ে আরও ভালো খেলতে চাই, বিশেষ করে ব্যাটিংয়ে।’

 

বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরী, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও রনি তালুকদার।

 

আয়ারল্যান্ড দল : অ্যান্ড্রু বলবির্নি (অধিনায়ক), পল স্টার্লিং, স্টেফেন ডোহেনি, হ্যারি টেক্টর, জর্জ ডকরেল, কার্টিস ক্যাম্পার, লরকান টাকার, গ্যারেথ ডেলানি, অ্যান্ডি ম্যাকব্রিন, মার্ক অ্যাডায়ার, ম্যাথিউ হামফ্রেস, বেঞ্জামিন হোয়াইট, জোশুয়া লিটল ও গ্রাহাম হুম।

 

একুশে সংবাদ/এসএপি

টাইমলাইন

  1. ০৪:৫২ পিএম, ২৬ মার্চ, ২০২৩ দেশেই সব ক্রিকেটারের প্রথম প্রাধান্য হওয়া উচিত: আইপিএল প্রসঙ্গে হাথুরুসিংহে
  2. ০৭:২৮ পিএম, ১৯ মার্চ, ২০২৩ কালই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ
  3. ০৭:১৫ পিএম, ১৯ মার্চ, ২০২৩ আবাহনীর জয়রথ সচল রেখেছেন বিজয়
  4. ০৬:৩৫ পিএম, ১৯ মার্চ, ২০২৩ স্টার্কের আগুন ঝড়ানো বোলিংয়ে লজ্জার হার ভারতের
  5. ০৩:২০ পিএম, ১৯ মার্চ, ২০২৩ ফলো-অনে পড়ে লড়ছে শ্রীলংকা
  6. ০৩:১৬ পিএম, ১৯ মার্চ, ২০২৩ হোপের সেঞ্চুরিতে জয় ওয়েস্ট ইন্ডিজের
  7. ১০:৪৭ পিএম, ১৪ মার্চ, ২০২৩ ইংল্যান্ডকে বাংলাওয়াশ, পুরস্কার পাচ্ছে সাকিব বাহিনী
  8. ০২:৩১ পিএম, ১৪ মার্চ, ২০২৩ টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
  9. ০৮:১৮ পিএম, ১৩ মার্চ, ২০২৩ অন্যদের পরীক্ষা করতেই মাহমুদুল্লাহকে বিশ্রাম দেয়া হয়েছে
  10. ০৭:২৩ পিএম, ১৩ মার্চ, ২০২৩ এবার টাইগারদের মিশন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ
  11. ০৬:৪১ পিএম, ১৩ মার্চ, ২০২৩ আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাবরের বিশ্রাম
  12. ০৬:৩৮ পিএম, ১৩ মার্চ, ২০২৩ ড্র করেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ভারত
  13. ০৬:৩৪ পিএম, ১৩ মার্চ, ২০২৩ ফেব্রুয়ারির সেরা ব্রুক ও অ্যাশ
  14. ০৪:২১ পিএম, ১৩ মার্চ, ২০২৩ উইলিয়ামসনের দুর্দান্ত সেঞ্চুরিতে শ্রীলংকার হার, ফাইনালে ভারত
Link copied!