AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
পাপনের কড়া হুঁশিয়ারির পর

বেটউইনারের সাথে চুক্তি বাতিলের সিদ্ধান্ত সাকিবের


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৭:১১ পিএম, ১১ আগস্ট, ২০২২

বেটউইনারের সাথে চুক্তি বাতিলের সিদ্ধান্ত সাকিবের

অবশেষে বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিলেন সাকিব আল হাসান। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের কড়া হুঁশিয়ারি ঘণ্টা খানিক পড়েই এই সিদ্ধান্ত নেন সাকিব।

 

এর আগে পাপন জানায়, এ চুক্তি থেকে সরে না এলে আসন্ন এশিয়া কাপসহ বাংলাদেশ ক্রিকেটের সঙ্গেই তার কোনো সম্পর্ক থাকবে না বলে পরিষ্কার জানিয়ে দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিবকে ঘিরে এমন হুঁশিয়ারি দেন পাপন। 

 

সভাপতি নাজমুল হাসান পাপন (বৃহস্পতিবার ১১ আগস্ট) দুপুরে ধানমন্ডির বেক্সিমকো অফিসে রুদ্ধদ্বার বৈঠক শেষে সাকিবের বিষয়ে পাপন বলেন,‘সাকিবের বিষেয়ে দ্বিতীয় চিন্তা করার সুযোগ নাই। এ বিষয়ে কোন ছাড় দেবেনা বিসিবি। এখানে থাকার কোন সুযোগই নাই। আশরাফুলের মতো ক্রিকেটারকে আমরা বাদ দিয়েছি। সাকিবকে আমরা চিঠি দিয়েছি। আজকের মধ্যেই চিঠির জবাব দিতে হবে সাকিবকে।’


এছাড়া পাপন বলেন,‘চুক্তি বাতিল না করলে দলে থাকার সুযোগ নাই। সাকিবকে ছাড়াও আমরা অনেক ম্যাচে জিতেছি। তাই সাকিবকে ছাড় দেয়ার প্রশ্নই উঠেনা।

একুশে সংবাদ/এসএস

Link copied!