AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অশ্লীল মন্তব্য করে জরিমানা গুনলেন জেমিসন


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৬:০৩ পিএম, ১২ জানুয়ারি, ২০২২
অশ্লীল মন্তব্য করে জরিমানা গুনলেন জেমিসন

ক্রাইস্টচার্চ টেস্টে মাঠের পারফর্ম্যান্সটা বেশ আগ্রাসীই ছিল নিউজিল্যান্ডের। বাংলাদেশকে দাঁড়াতেই দেয়নি স্বাগতিকরা। তবে নিউজিল্যান্ডের বোলার কাইল জেমিসন যেন একটু বেশিই আগ্রাসী হতে চেয়েছিলেন। বাংলাদেশি ব্যাটার ইয়াসির আলি রাব্বিকে আউট করে ‘অশ্লীল’ মন্তব্য করে বসেছিলেন তিনি। তারই মাশুল গুনলেন এবার। 

তার ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা দিতে হয়েছে তাকে, একটা ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তিনি। টেস্টের দ্বিতীয় দিনের ঘটনা সেটি। বাংলাদেশ ইনিংসের ৪১তম ওভারে ইয়াসিরকে একটি বাউন্সার দিয়েছিলেন তিনি, তার বুনো উলের জবাবই পুল শটের বাঘা তেঁতুলে দিতে চেয়েছিলেন ইয়াসির। তবে পারেননি, ডিপ মিড উইকেটে সহজ ক্যাচ দিয়ে ফিরেছেন ড্যারিল মিচেলকে। 

সেটাকে কটাক্ষ করেই ইয়াসিরের উদ্দেশে অশালীন মন্তব্য করে বসেন জেমিসন। ম্যাচ শেষে আম্পায়াররা ম্যাচ রেফারি জেফ ক্রোকে সে বিষয়টি জানান। এরপরেই তার জরিমানার সিদ্ধান্ত নেন রেফারি। জরিমানা আর ডিমেরিট পয়েন্ট তো আছেই, ভবিষ্যতে এমন কিছুর পুনরাবৃত্তি ঘটলে বড় শাস্তি পেতে হবে তাকে, এই সতর্কবার্তাও শুনেছেন তিনি। 

আইসিসি-র পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, অশ্লীল মন্তব্য করে আইসিসি কোড অব কন্ডাক্টের ২.৫ নম্বর ধারা ভেঙেছেন জেমিসন। সেজন্যেই তিনি শাস্তির মুখে পড়েছেন। শাস্তির বিরুদ্ধে কোনো আপিল করেননি জেমিসন। ফলে অভিযোগটা যে অমূলক নয়, আভাস মিলছে তারই। জেমিসনের এমন ব্যবহার অবশ্য নতুন কিছু নয়। শেষ দুই বছরে এ নিয়ে তিনটি ডিমেরিট পেলেন কিউই এই বোলার। এমন কিছুর পুনরাবৃত্তি আবারও ঘটলে আরও বড় শাস্তির মুখে পড়তে পারেন তিনি।


একুশে সংবাদ/এসএস

Link copied!