AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তাইজুলে স্পিনে মুগ্ধ পাকিস্তানের কোচ সাকলায়েন


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৪:৪৩ পিএম, ৩০ নভেম্বর, ২০২১
তাইজুলে স্পিনে মুগ্ধ পাকিস্তানের কোচ সাকলায়েন

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ হারলেই বল হাতে প্রথম ইনিংসে দারুণ সাফল্য পেয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। বাংলাদেশের এই বাঁ-হাতি স্পিন বোলিংয়ে মুগ্ধ হয়েছেন পাকিস্তানের সাবেক তারকা স্পিনার ও বর্তমান কোচ সাকলায়েন মুশতাক। তবে তাইজুলের জন্য তার পরামর্শ, যোগ করতে হবে আরও বৈচিত্র।

টেস্টের তৃতীয় দিনে প্রায় একার হাতে বাংলাদেশকে ম্যাচে ফেরান তাইজুল। স্পিনে দক্ষ পাকিস্তানি ব্যাটসম্যানদেরও দারুণ ভুগিয়ে তিনি ৭ উইকেট নেন ১১৬ রানে। পাকিস্তানের বিপক্ষে যা বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ড। তাইজুলের সৌজন্যেই প্রথম ইনিংসে ৪৪ রানের লিড পায় বাংলাদেশ। পরে অবশ্য তারা নিজেদের হার ডেকে আনে ব্যাটিং ব্যর্থতায়।

পঞ্চম দিনে ব্রডকাস্টারদের সঙ্গে সাকলায়েনের আলাপচারিতায় উঠে আসে তাইজুলের বোলিংয়ের প্রসঙ্গ। সাকলায়েন শুধু সবসময়ের সেরা অফ স্পিনারদের একজনই নন, স্পিন বোলিং কোচ হিসেবেও বাংলাদেশ, ইংল্যান্ড, পাকিস্তানসহ নানা জায়গায় কাজ করেছেন এবং সমাদৃত হয়েছেন। তাইজুলকে নিয়ে নিজের পর্যবেক্ষণ জানানোর পাশাপাশি কিছুটা পরামর্শও দিলেন তিনি।

তাইজুলের বোলিং নিয়ে বলেন,‘তাইজুলকে আমার অনেক ভালো লেগেছে। যে জায়গায় সে আক্রমণ করেছে, ব্যাটসম্যানদের কোনো সুযোগ দেয়নি। আলগা বল তো নয়ই, সিঙ্গেলের সুযোগও দেয়নি। ওর নিয়ন্ত্রণ আমার সত্যিই ভালো লেগেছে।’

এছাড়া তিনি বলেন,‘তবে আমার মনে হয়, তার আরেকটু বৈচিত্র যোগ করা উচিত। সেটা তাকে বাড়তি কিছু দেবে। আরেকটু ওভারস্পিন তাকে অনেক সহায়তা করতে পারে। তবে তার টেম্পারমেন্ট, তার ধৈর্য আমার খুবই ভালো লেগেছে। নিয়ন্ত্রণটাই তাইজুলের মূল শক্তি।”

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে আরও একটি উইকেট যোগ করেন তাইজুল। ৩৪ টেস্টে ১৪২ উইকেট নিয়ে তিনি বাংলাদেশের দ্বিতীয় সফলতম টেস্ট বোলার। ১০০ উইকেটে তিনি ছিলেন দেশের দ্রুততম।

একুশে সংবাদ/এসএস

Link copied!